দিনকয়েক আগেই রাজারহাটে ফ্ল্যাট বিক্রির নামে প্রতারণার অভিযোগ উঠেছিল বসিরহাটের সাংসদ নুসরত জাহানের বিরুদ্ধে। এবার সেই প্রতারণার সন্দেহে আরও এক অভিনেত্রীকে তলব করল কেন্দ্রীয় তদন্তকারী দল।
ইডি সূত্রে খবর, অভিনেত্রীর নাম রূপলেখা মিত্র। যে কোম্পানিতে রাকেশ সিংহ এবং নুসরত জাহান ছিলেন, সেই কোম্পানির ডিরেক্টর পদে ছিলেন রূপলেখাও। তদন্তকারীদের অনুমান ওই কোম্পানি বাজারের মোটা অঙ্কের টাকা তছরুপ করেছে। ইতিমধ্যেই, ‘সেভেন সেন্সেস ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেড’ নামের ওই কোম্পানির বিরুদ্ধে ভুঁড়ি-ভুঁড়ি টাকা নয়ছয়ের অভিযোগ দাখিল হয়েছে।
সোমবার বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা একাধিক অবসরপ্রাপ্ত ব্যাঙ্ককর্মীর সঙ্গে ইডি অফিস ও গড়িয়াহাট থানায় গিয়ে অভিনেত্রী তথা সাংসদ নুসরত জাহান ও সংস্থার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। ওই অবসরপ্রাপ্ত ব্যাঙ্ককর্মীদের দাবি, সমবায়ের মাধ্যমে ফ্ল্যাট পাওয়ার জন্য বরাদ্দ টাকা জমা দিলেও, ফ্ল্যাট পাননি তাঁরা। অভিযোগ, ওই সংস্থার সঙ্গেই যুক্ত ছিলেন নুসরত জাহান। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছেন পুলিশ ও ইডির গোয়েন্দারা।
ইতিপূর্বে, তৃণমূল সাংসদ তথা অভিনেত্রীকে ডেকে পাঠায় কেন্দ্রীয় তদন্তকারী দল। ঘটনার পরে কলকাতা প্রেস ক্লাবে একটি সাংবাদিক বৈঠক ডেকে নুসরত জানিয়েছিলেন,অভিযোগের অনেক আগেই তিনি সংশ্লিষ্ট কোম্পানি বা সংস্থা ছেড়ে দিয়েছিলেন। তিনি আরও বলেন, তিনি কয়েক টাকা তিনি সংশ্লিষ্ট কোম্পানি থেকে ঋণ নিয়েছিলেন। সেই ঋণের টাকা কড়ায় গুণ্ডায় শোধ করে দিয়েছেন।
Comments