top of page
Writer's pictureRuchika Mukherjee, WTN

নুসরতের ফ্লাট প্রতারণা কাণ্ডে আবারও চাঞ্চল্যকর তথ্য


অভিনেত্রী তথা বসিরহাটের তৃণমূল সংসদ নুসরাত জাহান সেভেন সেন্সেস ইনফ্যাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেড সংস্থার থেকে ভাতা পেতেন।


এর নিয়োগপত্রই হাতে পেয়েছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরের তদন্তকারী অফিসারদের হাতে। সেই নিয়োগপত্রেই উল্লেখ রয়েছে নুসরাত জাহানের ভাতার কথা।


সেভেন সেন্সেস ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেড নামে ওই সংস্থায় ৪০ শতাংশ শেয়ারের মালিক ছিলেন রূপলেখা মিত্র। তিনি ওই সংস্থার মানেজিং ডিরেক্টর পদে ছিলেন।


সংস্থার বাকি ৬০ শতাংশ শেয়ার ছিল রাকেশ সিং-এর হাতে।


২০১৬ সালে নিউটাউনে ব্যাঙ্ককর্মীদের জন্য কেনা জমি দেড় কোটি টাকায় বন্ধক দেয় রাকেশ সিং। সাউথ নর্থ প্রজেক্ট প্রাইভেট লিমিটেড নামে এক সংস্থার কাছে ওই জমি বন্ধক রাখা হয়েছিল।


চুক্তি করা হয়েছিল,এক বছরের মধ্যে আড়াই কোটি টাকা ফেরত দিয়ে ওই বন্ধক রাখা জমি ছাড়ানো হবে।


জানা যাচ্ছে, সাউথ নর্থ প্রজেক্ট প্রাইভেট লিমিটেড নামে ওই সংস্থার ডিরেক্টর পদম চাঁদ ভুতোরিয়া।


এই পদম চাঁদ ভুতোরিয়া চলতি বছরের শুরু পর্যন্ত গোদাবরী কমোডিটিস নামে এক সংস্থার ডিরেক্টর ছিলেন বলে জানা যায়।

Comments


bottom of page