আর্থিক তরছুপের অভিযোগ, সাংসদ-অভিনেত্রী নুসরত জাহানকে ফের তলব ইডি’র
- Jaita Chowdhury, WTN
- Sep 5, 2023
- 1 min read

দিনকয়েক আগেই রাজারহাটে ফ্ল্যাট বিক্রির নামে প্রতারণার অভিযোগ উঠেছিল বসিরহাটের সাংসদ নুসরত জাহানের বিরুদ্ধে। সেই সূত্রেই আগামী মঙ্গলবার সকাল ১১টায় আবার তাঁকে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ডেকে পাঠানো হয়েছে। যে কোম্পানির নামে প্রতারণার অভিযোগ সেই কোম্পানির ডিরেক্টর রাকেশ সিংহকেও তলব করেছে ইডি।
যদিও এরকম কোনও নোটিস এসেছে বলে তার জানা নেই বলেই দাবি নুসরতের। এদিন বসিরহাটের হিঙ্গলগঞ্জ কলেজের একটি বৈঠকে এসেছিলেন সাংসদ-অভিনেত্রী নুসরত জাহান। ইডির নোটিস নিয়ে প্রশ্ন করতেই সাংসদ জানান,‘‘আমি সকাল থেক প্রচুর কাজে ব্যস্ত। নোটিস এসেছে কি না অবশ্যই দেখব। ইডি ডাকলে অবশ্যই যাব। তদন্তে সহযোগিতা করা আমার কর্তব্যের মধ্যে পড়ে।’’
প্রসঙ্গত, নুসরত একটি কোম্পানিতে থাকাকালীন একাধিক ব্যক্তির সঙ্গে ফ্ল্যাট বিক্রির নামে আর্থিক তরছুপের মামলায় অভিযুক্ত। বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা অভিযোগকারীদের নিয়ে গড়িয়াহাট থানা এবং সল্টলেক সিজিও কমপ্লেক্সে ইডির দফতরে গিয়ে অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতেই তদন্তে নামে পুলিশ আধিকারিক ও কেন্ত্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা। ইতিপূর্বে একবার সাংসদ তথা অভিনেত্রীকে ডেকে পাঠায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ঘটনার পর কলকাতা প্রেস ক্লাবে একটি সাংবাদিক বৈঠক ডেকে নুসরত সাফ জানান, অভিযোগের অনেক আগেই তিনি সংশ্লিষ্ট কোম্পানি বা সংস্থা ছেড়ে দিয়েছিলেন। তিনি আরও বলেন, তিনি কয়েক টাকা তিনি সংশ্লিষ্ট কোম্পানি থেকে ঋণ নিয়েছিলেন। সেই ঋণের টাকা তিনি শোধ করে দিয়েছেন।
অভিযোগকারী বিজেপি নেতা শঙ্কুদেব পন্ডার বক্তব্য, ইডি না ডাকলে এই অভিযোগ নিয়ে আদালতে যাওয়ার পরিকল্পনা করেছিলেন তিনি।
Comments