টানা জিজ্ঞাসাবাদের পর ইডি দফতর থেকে বেরোলেন নুসরাত
- Ruchika Mukherjee, WTN
- Sep 12, 2023
- 1 min read

ইডির তলবে সিজিও কমপ্লেক্সে নির্দিষ্টসময়ের ১৭ মিনিট আগেই গিয়ে পৌঁছে যান নুসরাত জাহান।
সকাল ১১-টায় তলব করা হয়েছিল নুসরাত জাহানকে। এর পর টানা ৫ ঘন্টা জিজ্ঞাসাবাদের পর ইডির দফতর থেকে বেরোলেন নুসরাত জাহান। তাকে প্রশ্ন করা হয় তাঁর বর্তমান একাউন্ট সম্পত্তি নিয়ে।
ফ্ল্যাটের প্রতারণা মামলায় ইডি তলব করে নুসরাতকে। নুসরাত বলেন, তাঁকে যা জিজ্ঞেস করা হয়, তিনি তাঁর জবাব দিয়েছে।
নুসরাত জাহানের বিরুদ্ধে ফ্লাট প্রতারণা মামলার অভিযোগ করেন বিজেপি নেতা শঙ্কুদেব পন্ডা। ইডির কাছে সরাসরি অভিযোগ জানান তিনি।
তার অভিযোগের উপর ভিত্তি করে নুসরাত জাহানকে মঙ্গলবার ডেকে পাঠানো হয়।
Comments