top of page

শিক্ষামন্ত্রীর বৈঠকের আগেই পদত্যাগ উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের, বৈঠকে না থাকতেই পদত্যাগ?

শিক্ষামন্ত্রীর বৈঠকের আগেই পদত্যাগ উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের। প্রশ্ন উঠছে, বৈঠকে না থাকতেই কি তিনি পদত্যাগ করলেন?



শিক্ষামন্ত্রীর বৈঠকের আগের রাত্রেই আচমকা পদত্যাগ উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার নুপুর দাসের। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত রেজিস্টারের দায়িত্বে ছিলেন তিনি । চলতি মাসের ২০ তারিখ পর্যন্ত রেজিস্ট্রার হিসেবে তাঁর দায়িত্বের মেয়াদ ছিল । কিন্তু সেই মেয়াদ শেষ হওয়ার আগেই আচমকা পদত্যাগ করেন তিনি। দীর্ঘ সময় ধরে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ইউজিসি কাউন্সিলের চেয়ারপারসন হিসেবে দায়ভার সামলেছেন তিনি ।


প্রসঙ্গত, গত ৫ই সেপ্টেম্বর ধনধান্য প্রেক্ষাগৃহে শিক্ষক দিবসের অনুষ্ঠান মঞ্চ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে বলেন রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এবং উপাচার্যদের নিয়ে বৈঠক করতে।


শিক্ষামন্ত্রীর উত্তরবঙ্গ যাত্রা ঠিক হতে না হতেই উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের এই পদত্যাগের নেপথ্যে কী কারণ থাকতে পারে তা নিয়ে শিক্ষক মহলে শুরু হয়েছে নানান জল্পনা। অনেকের মতে শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক এড়ানোর জন্যেই তিনি আজ পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।


যেহেতু, এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য উনি দেননি, তাই এই পদত্যাগকে ঘিরে ধোঁয়াশা কাটেনি এখনও। অবশ্য তিনি দাবী করেছেন যে, "পারিবারিক কারণেই আমি পদত্যাগ করেছি"।


সারা রাজ্য জুড়েই সরকারী উচ্চ-শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে যে নৈরাশ্যজনক পরিস্থিতি সৃষ্টি হয়েছে, তাতে বিশ্ববিদ্যালয়গুলির প্রশাসন ব্যবস্থা ক্রমশ ভেঙে পড়ছে। শিক্ষার পরিবেশে বিঘ্ন ঘটাতে কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের মধ্যে যে টানাপোড়েন চলছে, তার আদৌ কোনো ইতিবাচক পরিণতি ঘটবে কিনা, তা সময়ই বলবে। তবে এতগুলি ছাত্রছাত্রীর ভবিষ্যৎ যে শিক্ষাব্যবস্থার উপর নির্ভরশীল, তা সযত্নে বজায় রাখবার দিকে কেন্দ্র ও রাজ্য সরকার - দুই পক্ষেরই প্রাতিষ্ঠানিক নীতি-সংক্রান্ত বিষয়গুলিতে সহমত হওয়া একান্ত জরুরি।


Comments


bottom of page