রাজ্যের ডেঙ্গি রোগীর সংখ্যা ক্রমশই ঊর্ধ্বমুখী। রাজ্য সরকার ও স্বাস্থ্য ভবন মিলে ডেঙ্গু নিয়ন্ত্রণের চেষ্টা করছে। পূজামণ্ডপগুলি দিকেও চোখ রেখেছে তারা।
নবান্ন থেকে মিউনিসিপ্যালিটি ও জেলা শাসকদের ডেঙ্গু মোকাবেলা নিয়ে বৈঠকের নির্দেশ দেওয়া হয়েছে। বাকি জেলাগুলির মত জলপাইগুড়ি জেলা জুড়ে ও ডেঙ্গুর সংখ্যা বাড়াচ্ছে। জলপাইগুড়িতে এখনো পর্যন্ত আক্রান্ত ৩৮৭ জন। ময়নাগুড়ি,মাল,রাজগঞ্জ,সদর সহ জেলার প্রতিটি ব্লকেই বাড়ছে আক্রান্তের সংখ্যা।
ক্যালেন্ডার বলছে, দুর্গাপুজো আর মাত্র ২৩ দিন পরেই। আজ মঙ্গলবার ২৬শে সেপ্টেম্বর সংবাদ এলো, জলপাইগুড়ির প্রখ্যাত প্রতিমাশিল্পী দুর্গা রায় ডেঙ্গুতে আক্রান্ত। তিনি জলপাইগুড়ির ১৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। পুজো সামনে, আর তার মধ্যে উত্তরবঙ্গের এই বিখ্যাত শিল্পী দুর্গা রায়ের ডেঙ্গু আক্রান্তের খবরে উদ্বেগ ছড়িয়েছে চারপাশে।
বর্তমানে তিনি জলপাইগুড়ির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি আছে। চিকিৎসা চলছে তার। দুর্গা রায়ের বয়স ৫৬। চিকিৎসকেরা জানিয়েছে তার অবস্থা স্থিতিশীল।
তাঁর আক্রান্তের খবরে উদ্বিগ্ন পৌরসভাও। তাই পৌরসভার কর্মীরা আজ থেকে এলাকার সাফসাফাই ও ডেঙ্গু নিধণের উপর আরো জোর দিয়েছেন।
এলাকার কাউন্সিলর তপন ব্যানার্জি জানিয়েছেন যে তাঁরা আরো জোর দেবে এই ডেঙ্গুর নিধন অভিযানে। এলাকায় যাতে বৃষ্টির জল জমে না থাকে তাও নিশ্চিত করবে পৌরসভা।
Comentarios