top of page

এবার দুর্ঘটনার মাত্রা কমবে ,উদ্যোগ নিয়েছে বারুইপুর পুলিশ


আগামী ৯ই অক্টোবর থেকে বারুইপুরে ফুলতলা থেকে যোগী বটতলা পর্যন্ত প্রধান রাস্তায় কোন টোটো চলাচল করা যাবে না বলে নির্দেশ দিয়েছে পুলিশ কর্তৃপক্ষ। পাশাপাশি রাস্তার ধারে বেআইনি পার্কিং করা যাবে না বলেও নির্দেশ দেওয়া হয়েছে।


অনেকেই অবৈধভাবে রাস্তার ধরে ইমারতী দ্রব্য ফেলে রাখেন। সেসবের বিরুদ্ধেও কড়া পদক্ষেপ করা হবে বলে জানিয়েছে প্রশাসন।


দীর্ঘদিন ধরেই যানজটের সমস্যায় সম্মুখীন বারুইপুরের বাসিন্দারা। অভিযোগ, গত কয়েক বছরে করেছিল বাসিন্দারা টোটোর সংখ্যা বেড়েছে হু হু করে, এর ফলে রাস্তাঘাটে চলাচল করছে শয়ে শয়ে টোটো। তার ফলেই বেড়েছে আরও জ্যাম, এই ভাবেই প্রায়ই ঘটছে দুর্ঘটনা।সেই কারণেই এবার টোটো নিয়ন্ত্রণে উদ্যোগী হল পুলিশ।


তবে পুলিশের সিদ্ধান্তে অখুশি টোটো চালকরা। তারা জানান প্রয়োজনে রাস্তায় নেমে এই সিদ্ধান্তের প্রতিবাদ জানানো হবে। যে হারে টোটোর মাত্রা বেড়েছে তেমনি রাস্তায় জ্যামের পরিমাণও বেড়েছে।


তবে টোটো চালকরা টোটো চালিয়েই পরিবার খরচ চালাচ্ছে, পুলিশের নিয়ন্ত্রণ শুরু হলে ক্ষতিগ্রস্ত হবে টোটো চালকরা। সঠিকভাবে ট্রাফিক গার্ড যদি থাকে তাহলে দুর্ঘটনা হওয়ার ক্রমশই কমতে থাকবে

Commentaires


bottom of page