আগামী ৯ই অক্টোবর থেকে বারুইপুরের যুগীবটতলা থেকে ফুলতলা পর্যন্ত মেন রোডে বন্ধ থাকবে টোটো চলাচল।পুজোর মরসুমে যানজট এড়াতে বারুইপুর এলাকায় টোটো বন্ধের সিদ্ধান্ত প্রশাসনের। এই সিদ্ধান্তের প্রতিবাদে টোটো চালকরা বারুইপুরে আন্দোলনে নামেন।
এর পাশাপাশি রাস্তার ধারে বেআইনি পার্কিং করা যাবে না বলেও নির্দেশ দেওয়া হয়েছে। অনেকেই অবৈধভাবে রাস্তার ধরে ইমারতী দ্রব্য ফেলে রাখেন। সেসবের বিরুদ্ধেও কড়া পদক্ষেপ করা হবে বলে জানিয়েছে প্রশাসন।
দীর্ঘদিন ধরেই যানজটের সমস্যায় সম্মুখীন বারুইপুরের বাসিন্দারা। অভিযোগ, গত কয়েক বছরে করেছিল বাসিন্দারা টোটোর সংখ্যা বেড়েছে হু হু করে, এর ফলে রাস্তাঘাটে চলাচল করছে শয়ে শয়ে টোটো। তার ফলেই বেড়েছে আরও জ্যাম, এই ভাবেই প্রায়ই ঘটছে দুর্ঘটনা।সেই কারণেই এবার টোটো নিয়ন্ত্রণে উদ্যোগী হল পুলিশ
তবে এই ঘোষণায় টোটো চালকরা অসুখী হয়েছে।তাদের বক্তব্য প্রশাসন আগে ব্যবস্থা নিলে এত টোটো চলত না রাস্তায়। এই টোটো চালিয়েই তাদের সংসার, বাচ্চার পড়াশোনা চলে। টোটো চলাচল বন্ধ হলে লোকসান হবে অনেক টোটো চালকের। এই বিষয়টি নিয়েই থানায় জানায়। এর পাশাপাশি বিধানসভার অধ্যক্ষ বারুইপুর পশ্চিমের বিধায়ক বিমান বন্দোপাধ্যায় কে জানানোর সিদ্ধান্ত নিয়েছেন টোটো চালকরা।
Comments