রাস্তার অবস্থা অত্যন্ত খারাপ। প্রতিদিনই খালি পায়ে হাঁটু জল ভেঙে বর্ধমান জেলার কালনা ১ নম্বর ব্লকের হাটকালনা পঞ্চায়েতের অন্তর্গত মধুবন এলাকার 'নিউ মধুবন প্রাথমিক বিদ্যালয়'-তে যাতায়াত করে ছাত্র-ছাত্রীরা। সেই পথে জুতো পরে হাঁটাও যায় না, বৃষ্টিতে জমে থাকে কাদা আর জল।
চারিদিকে জঙ্গল ভর্তি থাকায় সাপ কোপের ভয়ে বেশিরভাগ ছাত্রছাত্রীদের তাদের অভিভাবকরা স্কুলে পাঠাতেই চায় না। দীর্ঘ বেশ কয়েক বছর ধরে এই সমস্যার সম্মুখীন হচ্ছেন ছাত্র-ছাত্রী থেকে অভিভাবক এবং শিক্ষকরাও।
বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জানান, যে স্কুলের ছাত্র-ছাত্রীর সংখ্যা বৃদ্ধি পেতে পারে যদি এই রাস্তা সংস্করণ ঘটে। তিনি এও জানান, ২০০৯ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত বারবার প্রশাসনকে এই বিষয়ে জানানো হলেও তার কোনো ফল মেলেনি।
জল জমে থাকায় দিন দিন ডেঙ্গুর প্রকোপও বেড়ে চলেছে। এই কারণে অভিভাবকরাও ছাত্র-ছাত্রীদের বিদ্যালয়ে পাঠাতে সাহস পান না।
Comments