top of page

হাওড়া শিল্পাঞ্চলে বিশ্বকর্মা পুজোর পুরনো জাঁকজমক আর এখন দেখা যায়না

Writer: Ruchika Mukherjee, WTNRuchika Mukherjee, WTN

আজ সোমবার বিশ্বকর্মা পুজো। হাওড়া শিল্পাঞ্চল গুলোতে এক পুজোর একসময় বিশাল জাঁকজমক দেখা যেত। এখন দেখা যাচ্ছেনা।


কারণ, হাওড়া এলাকার বহু কারখানা এখন বন্ধ হয়ে গেছে। যেগুলো চলছে সেগুলোর অবস্থাও খুব একটা ভালো না। হাওড়া শিল্পাঞ্চলের এমন দুরাবস্থাকে ইস্যু করে আগামী লোকসভা নির্বাচন পথে নেমে পড়েছে বিজেপি।


এক সময় বহু বড় কলকারখানার পাশাপাশি অনুসারী শিল্প হিসাবে ছোট থেকে মাঝারি কারখানার বাজার ছিল। বিশ্বকর্মা পুজো হলো বেশ জমজমাট করে। কিন্তু এখন বর্তমানে সেই দিন আর নেয়। বহু কারখানা বন্ধ। যে কারখানা গুলো রয়েছে সেখানেও কোনো রকমে পুজো হয়। মূর্তি পুজোর বদলে ঘট পুজো করে অনেক ব্যাবসায়ী।


তাঁদের মধ্যেই এক ব্যাবসায়ী বলেছেন শিল্পের অবস্থা খুব খারাপ। এর মধ্যে আবার রাজনীতি ঢুকে পড়েছে। হাওড়ার শিল্পকে এবার অন্যতম ইস্যু করে লোকসভা নির্বাচনে লড়াই করবে বিজেপি। সম্প্রতি হাওড়ায় একটি জনসভায় এসে হাওড়ার শিল্প নিয়ে শাসক দলের তীব্র সমালোচনা করেছিলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।


বিজেপির এই সমালোচনার প্রতিক্রিয়ায় রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ দফতরের মন্ত্রী অরূপ রায়, "বাম আমলে কারখানা বন্ধ হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনেক শিল্প এনেছেন। হাওড়া তার ব্যতিক্রম নয়। বিরোধীর কাজ হলো সমালোচনা করা। তাতে কিছু যায় আসে না।"

Comments


bottom of page