top of page

নয়া নির্দেশিকা যাদবপুরে, রাত দশটার পর প্রবেশাধিকার থাকবে না মেন হোস্টেলে

Writer's picture: Jaita Chowdhury, WTNJaita Chowdhury, WTN


যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেইন হোস্টেলের রাত দশটার পর আর কেউ ঢুকতে পারবে না। এই মর্মে বিশ্ববিদ্যালয় ডিন অফ স্টুডেন্টস নির্দেশিকা জারি করল। রাত দশটার পর কোন আবাসিক হোস্টেলের বাইরেও থাকতে পারবেন না।


কোনো কারণে হোস্টেলে না থাকতে পারলে আগে থেকে হোস্টেল সুপারিনটেনডেন্টের অনুমতি নিতে হবে। হোস্টেলে ছাত্রদের সঙ্গে বাইরে থেকে কেউ দেখা করতে এলে তাদের ভিজিটর রুমে গিয়েই দেখা করতে হবে।ছাত্ররা নিজেদের রুমে নিয়ে যেতে পারবেন না। যারা বাইরে থেকে দেখা করতে আসবেন তাদের পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে।


বিশ্ববিদ্যালয় হোস্টেলগুলিতে এই নির্দেশিকা জারি হল। ডিন অফ স্টুডেন্টস তাতে উল্লেখ করেছেন, হোস্টেলের আবাসিকদের সবসময় নিজেদের পরিচয়পত্র রাখতে হবে। বিশ্ববিদ্যালয়ের সিকিউরিটিরা যেকোনো সময় ওই পরিচয়পত্র দেখতে চাইতে পারেন।


যারা বাইরে থেকে দেখা করতে আসবেন তাদের পরিচয় দিয়ে নাম, ঠিকানা, মোবাইল নম্বরও লিখতে হবে। বাইরে থেকে আসা অতিথিরা যাতে কোনোভাবেই আবাসিকদের ঘরে যাতে যেতে না পারেন সেই বিষয়টি নিশ্চিত করতে হবে বিশ্ববিদ্যালয়ের হোস্টেলের নিরাপত্তা রক্ষীদের।

Comments


bottom of page