top of page
Writer's pictureJaita Chowdhury, WTN

প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে নয়া মোড়, ওয়েবসাইট থেকে মেধা তালিকা প্রত্যাহার পর্ষদের



প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় নয়া মোড়। ২০২০ নিয়োগ প্রক্রিয়ার মেধা তালিকা প্রত্যাহার করা হলো ওয়েবসাইট থেকে। পুলিশের অভিযোগ, তাই হ্যাকের কারণে প্রত্যাহার করা হয়েছে মেধা তালিকা।


এদিন নিয়োগ দুর্নীতি প্রসঙ্গে রাজ্যের কাছে রিপোর্ট তলব করেন বিচারপতি অমৃতা সিনহা। ১০ই

অক্টোবর রিপোর্ট পেশের নির্দেশ দিয়েছে আদালত।


এদিন আদালতে শুনানির সময়, সিবিআই রিপোর্টের সত্যতা মেনে নিল প্রাথমিক বোর্ড। প্রাথমিকে প্রায় ৯৬ জন পরীক্ষায় ফেল করা প্রার্থীর চাকরি হয়েছে।


সূত্রের খবর, প্রাথমিক নিয়োগ দুর্নীতি তদন্তে সিবিআই এবং এডির অফিসাররা পরিষদের অফিসে যাবে। বিচারক নির্দেশ দেন যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে খতিয়ে দেখতে হবে ওএমআর শিট ডিজিটাইজ করার সিদ্ধান্ত কে নিয়েছেন? কেন নিলেন? কোন প্রক্রিয়ায় ডিজিটাইজ করা হয়েছে? তদন্ত করে দেখতে হবে এগুলি।


তদন্তকারী সংস্থাকে সব রকম সাহায্য করবে বলে জানিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। এই মামলার পরবর্তী শুনানি দশই অক্টোবর। এদিন আদালতে রিপোর্ট পেশ করবে সিবিআই।

Comments


bottom of page