বুধবার চার ঘণ্টার বেশি সময় ধরে রূপলেখা মিত্র কে জিজ্ঞাসাবাদ করে ইডি। দুপুর বারোটা নাগাদ ইডি দফতরে যান রূপলেখা। ইডির তদন্তকারীকিকরা তাকে চার ঘন্টারও বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদ করে। বেশ কিছু নথি তিনি গতকালকেই ইডির কাছে জমা দিয়েছেন। সেভেন সেন্স ইনফ্রাস্ট্রাকচার কোম্পানির ডিরেক্টর পদে ছিলেন রূপলেখা।
জেরায় ইডি জানতে চায় ফ্ল্যাট প্রতারণা মামলায় তার কি ভূমিকা? তিনি কি জানতেন? ৪২৯ জনের থেকে যে টাকা নেওয়া হয়েছিল সেই টাকার অংশ কোন কোন ব্যক্তির কাছে গিয়েছিল?
নুসরাত জাহান সম্পর্কে বেশ কিছু তথ্য নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় রূপলেখাকে। ইডি জানতে চায় এই কোম্পানির মাধ্যমে ঘুরপথে কোন কোন ব্যক্তির কাছে টাকা পৌঁছে গিয়েছিল?এই কোম্পানির জন্য নুসরাত জাহান কি কি কাজ করেছিলেন ? তিনি কি জানেন?
অন্যদিকে রূপলেখা রাকেশ সিং-এর অত্যন্ত ঘনিষ্ঠ ছিলং সেই কারণে রাকেশ সিংকে নিয়েও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। যদিও রাকেশ সিং এই হাজিরা এড়িয়ে গিয়েছিলেন।
Comments