আজ রাজ্যপাল সি ভি আনন্দ বোস দিল্লি থেকে ফিরেই কলকাতা বিমানবন্দর থেকে পাল্টা আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। রাজ্যপাল হাত জোড় করে, মুখ্যমন্ত্রীকে রাজভবনে আহ্বান করে।
শিক্ষক দিবসের দিন রাজভবনের সামনে ধরনায় বসার হুমকি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তার দুদিন পরে আজ, রাজ্যপাল তার উত্তর দেন। তিনি বলেন, মুখ্যমন্ত্রী তার সহকর্মী তাই তিনি রাজভবনের সামনে না বসে, ভেতরে আসে তার অভিযোগ, প্রতিবাদ দেখাতে পারেন। তিনি আইন মেনেই উপাচার্য নিয়োগ করেছেন তা মনে করিয়ে দেন তার ভিডিও মাধ্যমে। রাজ্যপাল ভিডিওতে বিশ্ববিদ্যালয়গুলি দুর্নীতিমুক্ত এবং শিক্ষা ব্যবস্থার উন্নতি করার প্রতিজ্ঞা করেছেন।
দুই পক্ষের এখন লড়াই, কার বেশি ক্ষমতা, কে বেশি বড়ো এই রাজ্যে? এই লড়াই শেষ অবধি কতদূর যায়, তাই দেখার বিষয়। আদৌ কি রাজ্যপাল পারবে বাংলা শিক্ষা জগতের উন্নতি ঘটাতে?
তৃনমুলের মুখপাত্র কুনাল ঘোষ জানায়, রাজ্যপাল শিক্ষার উন্নতির পরিবর্তে বিজেপির দালালি করছেন। যাদেরকে উপাচার্য স্থানে বসিয়েছেন, তাঁরা কেউ শিক্ষা জগতের সঙ্গে যুক্ত না, তবে তাঁরা গেরুয়া শিবিরের সাথে অবশ্যই যুক্ত।
Comments