বুধবার শিলিগুড়ির পুলিশ কমিশনার দায়িত্ব নিলেন সি সুধাকর। বৃহস্পতিবার নিজের দায়িত্বভার বুঝে রাস্তায় নেমে পড়লেন।
দায়িত্ব নিয়েই, বাগডোগরা, মাটিগাড়া, প্রধাননগর, ভক্তিনগর, এনজেপি থানা পরিদর্শন করেন।
কথা বলেন আইসি, ওসিদের সঙ্গে।
আর বেশিদিন বাকি নেই পুজোর। তার আগে তাই সব দিক খতিয়ে দেখতেই নেমে পড়লেন নতুন পুলিশ কমিশনার।
বুধবার বিজেপি যুব মোর্চার দল বিক্ষোভ দেখায় শিলিগুড়ি থানায়। শহরের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তোলে তারা।
Comments