তিস্তায় বেলি সেতুর কাজ সম্পন্ন করল সেনাবাহিনী, বর্ডার রোডস অর্গানাইজেশন এবং সিকিম প্রশাসন। দক্ষিণ লোনাক হ্রদে জলস্ফীতি এবং হড়পা-বিপর্যয়ে উত্তর সিকিম তথা চুংথাংয়ের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। সেই যোগাযোগ ব্যবস্থা আবার আগের মতো স্বাভাবিক করতে এই সেতুর নির্মাণ করা হয়। ওই সেতু যাতায়াতের জন্য শুক্রবার থেকেই চালু করে দেওয়া হয়। এই সেতু নির্মাণ হওয়ায়, বিকল্প পথে থেং হয়ে চুংথাং এবং মঙ্গন থেকে সাংকলঙ্গ যাতায়াতে সুবিধা হচ্ছে। সেনা এবং প্রশাসন সূত্রে জানা যায়, ওই সেতু দিয়ে সেদিন শতাধিক গাড়ি চুংথাং গিয়েছে। ওই দিন বেলি সেতুর উদ্বোধনে, উত্তর সিকিমের জংগুর বিধায়ক পিন্তসো লেপচা উপস্থিত ছিলেন।
মূল রাস্তা মঙ্গন থেকে টুং হয়ে চুংথাংয়ে যাওয়ার রাস্তা এখনও ঠিক হয়নি। বর্ডার রোডস অর্গানাইজেশন ওই রাস্তা মেরামতের কাজ করছে। টুংয়ে নতুন সেতু বানানোর কাজ চলছে এবং সেটি তৈরি হতে এখনও বেশ কিছুদিন সময় লাগবে। আপাতত এই বিকল্প পথ দ্বারাই যাতায়াত করা হবে। জানালেন, সেনাবাহিনীর ত্রিশক্তি কোরের মুখপাত্র অঞ্জনকুমার বসুমাতারি।
চুংথাংয়ে যাওয়ার জন্যই বিকল্প পথ হিসেবে এই দুটো সেতু তৈরি করা হয় মঙ্গন আর সাংকলঙ্গের মধ্যে। কারণ, তিস্তা নদীর মাঝে একটি দ্বীপের মতো অংশ জেগে উঠেছে এবং প্রায় ৬০০ ফুট প্রস্থে বেড়েও গেছে তিস্তা নদী। দুটো স্রোতে নদী ভেঙে গেছে। তাই তার দুই অংশে দুটো সেতুর নির্মাণ করতে হয়। একটি সেতুর কাজ ২২শে অক্টোবর এবং অন্যটির কাজ শেষ হয় ২৬শে অক্টোবর বৃহস্পতিবারে।
Opmerkingen