কলকাতার নালায় মিলল সদ্যজাত কন্যা সন্তানের দেহ ! ছিঃ
- WTN বাংলা নিউজডেস্ক
- Sep 14, 2023
- 1 min read

সাত সকালে বিধান নগর পুরো নিগমের ১৮ নম্বর ওয়ার্ডে উদয়ন পল্লী এলাকায় দুটি বাড়ির মাঝখানের নালা থেকে উদ্ধার এক সদ্যজাতের দেহ। তাতেই চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়। ঘটনার খবর যায় বাগুইআটি থানায় । বাগুইহাটি থানার পুলিশ এসে দেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতলে পাঠায় ।
ওই পাড়ার এক বৃদ্ধা তার বাড়ির জল আটকে থাকার কারণ জানতে নালা পরিষ্কার করতোয়ার। গিয়ে দেখেন নালার একটি শিশুর পা। তিনিই তখনই প্রতিবেশী এবং স্থানীয় ক্লাবে খবর দেন। ক্লাব থেকে থানায় খবর দেওয়া হয় । ততক্ষণে বিধাননগর পুর কর্মীরা নালার মধ্যে থেকে শিশুটির দেহ উদ্ধার করে । বাগুইআটি থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয় দেহটি। দেহটিকে ময়না তদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে।
তবে জনবহুল এলাকায় দুটি বাড়ির মাঝখানে নলার মধ্যে মৃতদেহ উদ্ধার ঘিরে তৈরি হয়েছে চাঞ্চল্য।কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত, তা তদন্ত করে দেখছে বাগুইহাটি থানার পুলিশ । সিসিটিভি ফুটেজ ও খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ সূত্র মারফত খবর সদ্যোজাত শিশুটি কন্যা সন্তান।
তাহলে কী কলকাতেও উত্তরের গো বলয়ের রোগ লাগছে ? কন্যা সন্তান বলেই কী দেহ মিলল নালায় ? প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ ! উত্তর জানতে চায় বাংলা।
Comments