top of page
Writer's pictureRuchika Mukherjee, WTN

আধার কার্ড নিয়ে আবারও নতুন একটি ঘটনা মুর্শিদাবাদের খড়গ্রামে


দ্রুত ছড়িয়ে পড়ছে আধার কার্ড সংক্রান্ত প্রতারণার ঘটনা। কলকাতা শহর সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে অভিযোগের খবর আসছে।


আবারও একই ঘটনার শিকার মুর্শিদাবাদের খড়গ্রামের এক ব্যাবসায়ী। আধার কার্ডের বায়োমেট্রিক হ্যাকিং-এর ফাঁদে পড়েছেন ব্যাবসায়ী। খড়গ্রামের বাসিন্দা ব্যাবসায়ী নিউটন হোসেনের আধার কার্ডের বায়োমেট্রিক হ্যাক করে অ্যাকাউন্ট থেকে ১০ হাজার টাকা উধাও।


এরপর মোবাইলে টাকা কেটে নেওয়ায় মেসেজ দেখে মাথায় হাত পড়ে সেই ব্যাক্তির। ব্যাংকে গিয়ে খোঁজ খবর নেন। তারপরে তিনি জানতে পারেন তার আধার কার্ডের বায়োমেট্রিক ব্যবহার করে টাকা তুলে নেওয়া হয়েছে।


এরপর খড়গ্রাম থানায় অভিযোগ জানিয়েছেন নিউটন হোসেন। খড়গ্রাম থানার পুলিশ বিষয়টি তদন্ত করছে।

Commenti


bottom of page