গ্রেস মার্কস বাতিল হলে আমূল বদলে যাবে অভিন্ন মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষা তথা নিটের মেধাতালিকা। অন্তত ৬ জন টপার নম্বর খুইয়ে বাদ পড়ে যেতে পারেন মেধাতালিকা থেকে। ন্যাশনাল টেস্টিং এজেন্সি সূত্রে এমনটাই খবর।
ব্যাপক দুর্নীতির অভিযোগ তুলে NEET পরীক্ষা বাতিলের দাবিতে শীর্ষ আদালতে একাধিক মামলা দায়ের করেছেন পড়ুয়ারা। অভিযোগ, এই পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস, বেআইনিভাবে নম্বর বৃদ্ধির পাশাপাশি সন্দেহজনকভাবে ৬৭ জন প্রথম স্থান অধিকার করেছেন। এদের মধ্যেও নাকি গ্রেস মার্কস পেয়েছিলেন অন্তত ৬ জন। সেই গ্রেস মার্কস বাতিল হলে ৬০-৭০ পয়েন্ট কম পাবেন পরীক্ষার্থীরা। সেক্ষেত্রে মেধাতালিকায় সুযোগ পাওয়াই চাপের হবে তাঁদের।
নিট সংক্রান্ত মামলার শুনানিতে বুধবারও সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে, গাফিলতির অভিযোগের তদন্ত চলবে। কিন্তু কোনওভাবেই কাউন্সেলিং প্রক্রিয়া বন্ধ করা হবে না। আগামী ৬ জুলাই ওই কাউন্সেলিং প্রক্রিয়া শুরু হবে। এদিন নিটে সিবিআই তদন্তের দাবিও খারিজ করেছে শীর্ষ আদালত। তবে নিটে বেনিয়মের অভিযোগগুলি নিয়ে এনটিএ এবং কেন্দ্রকে নিজেদের অবস্থান স্পষ্ট করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।
এদিকে নিট নিয়ে দেশজুড়ে আন্দোলনে নামছে কংগ্রেস। নিট নিয়ে দেশব্যাপী পড়ুয়া ও অভিভাবকদের উদ্বেগ, উৎকণ্ঠা এবং ক্ষোভের কথা বিবেচনায় রেখে কংগ্রেস এই ইস্যুতে মোদি (Narendra Modi) সরকারকে চেপে ধরতে চাইছে। সংসদ অধিবেশনের আগেই দেশজুড়ে বিক্ষোভ দেখানোর কর্মসূচি নিচ্ছে হাত শিবির। কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল বুধবার রাজ্য কংগ্রেস (Congress) সভাপতিদের চিঠি দিয়ে বলেছেন, শুক্রবার প্রদেশ ও জেলা স্তরে নিট কেলেঙ্কারি নিয়ে প্রতিবাদ কর্মসূচি পালন করতে হবে। তাতে শীর্ষ নেতাদের উপস্থিতি বাধ্যতামূলক।
Comentarios