দুর্নীতির আবহে বাতিল নিট ইউজি ২৪-এরকাউন্সেলিং প্রক্রিয়া। ৬উ জুন থেকে নিটে উত্তরীর্নদের কাউন্সেলিং প্রক্রিয়া শুরু হওয়ার কথা ছিল। তবে এনটিএ-র পক্ষ থেকে ঘোষণা, অনির্দিষ্টকালের জন্য় পিছিয়ে দেওয়া হল কাউন্সেলিং। নিট-ইউজিতে বড় মাপের অনিয়মের কোনও প্রমাণ মেলেনি ,সুপ্রিম কোর্টে এই মর্মে হলফনামা দিয়ে দাবি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের । প্রশ্ন উঠছে, তারপরেও কেন স্থগিত কাউন্সেলিং ?
৮ই জুলাই সোমবার থেকে শীর্ষ আদালতে শুরু হবে নিট সম্পর্কিত মামলার শুনানি। এর আগে কেন্দ্রীয় সংস্থা এনটিএ-র তরফএ আদলতে জানানো হয়, ৬ই জুলাই থেকেই কাউন্সেলিং প্রক্রিয়া শুরু হবে। তার পরেও কাউন্সিলং অনির্দিষ্ঠকালের জন্য় পিছিয়ে দেওয়া হল। এদিকে কংগ্রেস নিট বাতিল করে সুপ্রিম কোর্টে নজরদারিতে অনলাইনে পরীক্ষার দাবি জানিয়েছে।
টুইটে জযরাম রামেশ বলেন, নিট ইস্য়ু দিনে দিনে আরও খারাপের দিকে যাচ্ছে। আমাদের নন বায়োলজিক্য়াল প্রধানমন্ত্রী ও তাঁর বায়েলজিক্য়াল শিক্ষামন্ত্রী নিজেদের অকর্মন্য়তা ও অমানবিকতার পরিচয় দিচ্ছেন।
দিল্লিতে নিট প্রসঙ্গে উত্তাল হয় সংসদভন। বিরোধীদের স্লোগানের মাঝেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানান, নিট নিয়ে বিরোধীরা অপ্রচার করছে। কেন্দ্র যথাযত ব্যবস্থা নিচ্ছে। দেশজুড়ে ধড় পাকড় চলছে।
তারপরেও কেন অনির্দিষ্টকালের জন্য় স্থগিত হয়ে গেল কাউন্সেলিং? শীর্ষ আদালতে এর আগে কেন্দ্রই হলফনামা দিয়ে বলেছিল, নিটে বড় মাপের অনিয়মের কোনও প্রমাণ মেলেনি । সিবিআই তথাকথিত অনিয়মের পুঙ্খানুপুঙ্খ তদন্ত করছে। শিক্ষার্থীদের স্বার্থ রক্ষার্থে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে আবেদনকারী পক্ষের তরফে কাউন্সেলিং স্থগিতের আবেদন জানানো হলেও তাতে সায় দেয়নি শীর্ষ আদালত। এই পরিস্থিতিতে এনটিএ-র তরফে শনিবার ‘পরবর্তী বিজ্ঞপ্তি প্রকাশ পর্যন্ত’ কাউন্সেলিং স্থগিত রাখার সিদ্ধান্তে উঠছে বেশ কিছু প্রশ্ন। বড় মাপের অনিয়ম না থাকলে কেন স্থগিত কাউন্সেলিং? শীর্ষ আদালতের শুনানি নিয়ে কী আত্মবিশাসী নয় কেন্দ্র? কেন্দ্র হলফনামায় যা বলছে তা নিয়ে কী দ্বন্ধ রয়েছে?
নিট নিয়ে এই পরিস্থিতিতে আবারও রাজ্য়ের হাতে পরীক্ষার দ্বায়িত্বভার দেওয়ার প্রসঙ্গ শোনা যাচ্ছে তৃণমূলের মুখে। নিটের জটে এবার ২৪ লক্ষ পরীক্ষার্থীর ভবিষ্য়ত বিশ বাঁও জলে? প্রশ্ন করছে দেশের আম জনতা।
Comentários