বুদাপেস্টে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের জ্যাভলিন থ্রো ফাইনালে চ্যাম্পিয়ন নীরজ চোপড়া। যোগ্যতা অর্জন পর্বে মরশুমের শ্রেষ্ঠ থ্রো করে ফাইনালে উঠেছিলেন নীরজ। এদিন ৮৮.১৭ মিটার থ্রো করে প্রথম স্থানে শেষ করেন নীরজ। বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে প্রথম সোনা জয়ের ইতিহাস রচনা করেন নীরজ।
যদিও এদিন শুরুটা ভাল হয়নি নীরজের। প্রথম থ্রো ফাউল ঘোষণা করা হয় তাঁর। মোট ১২ জন প্রতিযোগির মধ্যে নীরজ একমাত্র, যিনি প্রথম রাউন্ডের পর কোনো পয়েন্ট পাননি।
যদিও দ্বিতীয় রাউন্ডেই সব হিসাব বদলে দেন নীরজ। জেকব ভাডলেজের ৮৪.১৮ মিটার থ্রোকে টপকে ৮৮.১৭ মিটার দুরত্বে জ্যাভলিন ছোড়েন নীরজ।
পাকিস্তানের আর্শাদ নাদীম ৮৭.৮২ মিটার দুরত্বে জ্যাভলিন থ্রো করে দ্বিতীয় স্থানে শেষ করেন।
ভারতের আরও দুই ক্রীড়াবিদ জিমা এবং মানু লড়াই করেন পদকের জন্য। কিশোর জিনা ৮৪.৭৭ মিটার দুরত্বে জ্যাভলিন থ্রো করে পঞ্চম স্থানে শেষ করেন। এবং ৮৪.১৪ মিটার দুরত্বে জ্যাভলিন থ্রো করে পঞ্চম স্থানে শেষ করেন ডিপি মানু।
Σχόλια