top of page

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে নতুন করে অ্যান্টি-র‍্যাগিং কমিটি তৈরি


যাদবপুরে র‍্যাগিং এর কারনেই প্রথম বর্ষের পড়ুয়ার মৃত্যু। এই ঘটনাকে কেন্দ্র করেই বিশ্ববিদ্যালয়ের অ্যান্টি-র‍্যাগিং কমিটিকে নতুন করে গঠন করা হলো যাতে এই কমিটি আরো তৎপর, আরো ক্ষমতাসম্পন্ন হতে পারে। ৩৩ জন সদস্য-বিশিষ্ট এই অ্যান্টি-র‍্যাগিং কমিটি ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষ থেকেই সক্রিয় হবে।


সম্প্রতি পরিদর্শন করতে এসে আন্টি র‍্যাগিং কমিটির গঠন ও ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন ইউজিসি।অ্যান্টি র‍্যাগিং কমিটির গঠনের নির্দেশিকায় উল্লেখ করা হল র‍্যাগিং নিয়ে পুলিশে অভিযোগ হলে অভিযুক্ত পড়ুয়াদের শাস্তি আরো বাড়বে।


অ্যান্টি র‍্যাগিং স্কোয়াডকে আরো তৎপর হওয়ার নির্দেশ দিলেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। হঠাৎ হঠাৎ পরিদর্শন করতে হবে হোস্টেল, আন্টি র‍্যাগিং স্কোর্ডের যারা সদস্য তাদের মোবাইল ফোন সব সময় এলার্ট থাকতে হবে ।


রাতেও স্কোয়াডের টিমকে পরিদর্শন করতে হবে।নির্দেশিকায় উল্লেখ রয়েছে,কোন নতুন বর্ষের ছাত্র ভর্তির সময় বা ইন্টারভিউ দেওয়ার সময় র‍্যাগিং সম্মুখীন হলে যাদের বিরুদ্ধে অভিযোগ আসবে তাদের অ্যাকাডেমিক বছর, হোস্টেলের বোর্ডারশিপ বাতিল হবে। তাদেরকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার পর্যন্ত করে দেওয়া হবে।


নতুন অ্যান্টি- র‍্যাগিং কমিটি গঠনের পর ফের বিশ্ববিদ্যালয় থেকে এই নির্দেশিকা।

Commenti


bottom of page