সম্প্রতি চলচ্চিত্রে জাতীয় পুরষ্কার ঘোষণা করা হয়। সেই পুরস্কারের তালিকায় ‘সেরা ছবি’-র তকমা পেয়েছে বিবেক অগ্নিহোত্রীর ‘দ্য কাশ্মীর ফাইলস’। জম্মু থেকে হিন্দু বিতারনের ঘটনা নিয়ে রীতিমতো পক্ষপাতমূলক এই ছবিটি নিয়ে আরএসএস এবং বিজেপি-র নেতৃবৃন্দ উচ্ছসিত হয়েছে। কাশ্মীরে লাগু ৩৭০ ধারা তুলে দেওয়ার পরে ‘দ্য কাশ্মীর ফাইলস’ বিজেপি-র আখ্যান এবং সমর্থন – দুই রূপেই জনসমক্ষে আসে।
এই ছবিটিকে সেরা ছবির শিরোপা দেওয়া হবে, তার চিত্রনাট্য তৈরিই ছিল। সময়মত তা দেশের সমক্ষে এলে খুব বেশি মানুষ আশ্চর্য হন না, ক্ষুব্ধ হন। সেই দলে বর্ষীয়ান অভিনেতা, নির্দেশক নাসিরুদ্দিন শাহ সেই প্রমুখদের একজন।
সম্প্রতি নিজের পরিচালিত ‘ম্যান উয়োম্যান ম্যান উয়োম্যান’ ছবিটির প্রচারে এসে নাসিরুদ্দিন শাহ নিজের অভিমত ব্যক্ত করে বলেন, ‘দ্য কাশ্মীর ফাইলস’ বা ‘গদর ২’-র মতো ঘৃণামূলক ছবি ‘জনপ্রিয়’ আখ্যা পেলে তা মোটেই ভালো লক্ষণ বলে ধরা উচিৎ নয়।
এই ধরণের চিত্রনির্মাতাদের সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন, “এখন দেশকে ভালবাসাই যথেষ্ট নয়, সেটা ঢাকঢোল পিটিয়ে বলতে পারা চাই। যে ছবি যত উগ্র জাতীয়তাবাদ দেখাবে, সেই ছবি ততই হিট!”
‘গদর ২’ ছবির মূল অভিনেতা সানি দেওলের ক্ষেত্রে এই উগ্র দেশপ্রেমের প্রদর্শন যে তাঁকে স্বখাত সলিল থেকে বাঁচিয়েছে, তা আর নতুন কথা নয়।
ব্যাঙ্ক থেকে নেওয়া বিশাল টাকার ঋণ মাপ হয়ে যায় রাতারাতি। এবং সংশ্লিষ্ট ব্যাঙ্ক অধিকর্তাকে জিজ্ঞাসা করে জানা যায়, ব্যাঙ্কের তরফ থেকে সানি দেওলের বিরুদ্ধে নোটিস দেওয়াটা ‘ভুল’ হয়ে গেছে।
অন্যদিকে, ‘দ্য কাশ্মীর ফাইলস’-এর নির্মাতা নির্দেশক বিবেক অগ্নিহোত্রী কিছুদিন আগে জনসমক্ষে ঘোষণা করেছিলেন, ছবি করে তিনি ‘নিঃস্ব’ হয়ে গেছেন। জাতীয় পুরষ্কার তাঁর নিঃস্বতা কতটা দূর করলো, তা জানা নেই। তবে তিনি যে তাঁর দাপট এবং নস্যাৎ করবার জোর ফিরে পেয়েছেন তা স্পষ্ট। নয়তো তিনি কেন আর নাসিরুদ্দিন শাহের মন্তব্যের প্রতিক্রিয়ায় বলবেন, “বর্ষীয়ান অভিনেতাটি হতাশায় ভুগছেন”?
উল্লেখ্য, আসন্ন লোকসভা নির্বাচনের আগে এই বিবেক অগ্নিহোত্রীর ‘দ্য ভ্যাকসিন ওয়ার’ মুক্তি পাবে। দর্শকসাধারণ টের পাচ্ছেন যে কোভ্যাকসিন এবং কোভিশিল্ড বিষয়ে ব্যবসাগত দিকটিকে আড়াল করে কীভাবে নরেন্দ্র মোদীকে আবার দেশের নায়ক সাজানোর পালা নামবে সিনেমার পর্দায়।
প্রশ্ন হলো, দর্শকরা কি আর তাঁকে ভ্যাকসিন ‘যুদ্ধ’ জেতা নায়ক হিসেবে মেনে নিতে পারবেন?
Comments