top of page

জি-২০ সম্মেলনের আগেই সমাজমাধ্যমের কভার ছবি বদল মোদীর


রাত পোহালেই নতুন দিল্লিতে অনুষ্ঠিত হতে চলেছে জি ২০ সম্মেলন ।


ইতিমধ্যেই নতুন দিল্লিতে এসে পৌঁছেছেন সস্ত্রীক ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনক জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা, ওপার বাংলার প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ একাধিক রাষ্ট্র নেতা।


আর ঠিক সেই আবহেই নিজের মাইক্রোব্লগিং সাইট x (টুইটার) এর কভার ছবি বদলালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ।


নতুন দিল্লির প্রগতি ময়দানের ভারত মন্ডপমের সামনে বসানো হয়েছে নটরাজের সুউচ্চ মূর্তি ।

আর সেই নটরাজ মূর্তির ছবিকেই মাইক্রোব্লগিং সাইট এক্সের (টুইটারের নতুন নাম) নতুন কভার ছবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।


শুধু এক্স -এই নয়, ফেসবুকেও কভার ছবি বদল করেছেন তিনি।


দেবমাল্য ভট্টাচার্য

Comentarios


bottom of page