top of page

৭ই মার্চ বাংলায় প্রধানমন্ত্রী মোদি, ৫,৬,৭ তিনদিন ব্যাপি বিজেপির প্রতিবাদ মিছিল


সন্দেশখালীর ঘটনার প্রতিবাদে সারা দেশজুড়ে মহা মিছিল করতে চলেছে কেন্দ্রীয় বিজেপি। ৫, ৬ এবং ৭ই মার্চ সারা দেশজুড়ে মহা মিছিল হবে মহিলাদের নিয়ে। ৭ই মার্চ প্রধানমন্ত্রী মোদির উপস্থিত থাকবেন পশ্চিমবঙ্গে। বারাসাতে এই মিছিল হবে।


সূত্র মারফত খবর, এই মিছিলে থাকবেন নরেন্দ্র মোদি । মিছিল থেকে নরেন্দ্র মোদি কী মন্তব্য রাখবেন তা বিশ্বাস গুরুত্বপূর্ণ লোকসভা ভোটের আগে।


সূত্র মারফত খবর, রাজ্যে আসছেন শাহ - মোদি দুজনেই । ২৯ ফেব্রুয়ারি সাংগঠনিক বৈঠকে যোগ দিতে বাংলায় অমিত শাহ । নবদ্বীপ যাবেন তার পর ।


একদিকে সন্দেশখালি প্রসঙ্গে প্রধানমন্ত্রীর কাছে দরবার, তো অন্যদিকে সন্দেশখালিতেই রাজ্যের হেভিওয়েট মন্ত্রীদের নিয়ে সভা। ভোটের আগে সন্দেশখালির মন পেতে মরিয়া শাসক, বিরোধী দুই শিবিরই। ভোটের বাংলায় গরম রাজনিতী।


সন্দেশখালি। এই মুহুর্তে রাজ্য রাজনিতীর হটস্পট। নারী নির্যাতন, শিশু নিগ্রহ, জমি জবরদখলের মত একাধি ইস্যুতে কোনঠাসা শাসক দল। কখনও শেখ শাহজাহান তো কখনও উতপল সর্দার, শিবু হাজরা। তৃণমূলের এই তিন নেতার বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ। অনেকেই বলছেন, সন্দেশখালি ইস্যেুতে শাসক দলের ভাবমুর্তি তলানিতে। ভোটের আগেই রাজনৈতিক মহলের একাংশের ধারণা সময়ে ব্যবস্থা না নিলে সন্দেশখালিই তৃণমূল জামানার নন্দীগ্রাম হয়ে উঠতে পারে। তবে মমতা বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়ে দিয়েছিলেন, আন্দোলন তিনি করতে জানেন। কোনও ভাবেই সন্দেশখালি ও নন্দীগ্রাম এক নয়। ভোট যত এগোচ্ছে, ততই বদলাচ্ছে রাজ্যের শাসক ও বিরোধী দলের রননিতীও। ভোটের আগে সন্দেশখালির জমি ফেরাতে মরিয়া তৃণমূল। আবার প্রধানমন্ত্রীর কাছে দরবার করে, মোদির মুখে সন্দেশখালির প্রসঙ্গ তুলে রাজনৈতিক ডিভিডেন্ড তুলতে চাইছে বিজেপি।


হারানো জমি ফিরে পেতে সন্দেশখালিতেই রবিবার সভা করার কথা ছিল তৃণমূলের। সেই সভা বাতিল করে দলের তরফে জানানো হয়েছে সভা হবে ৩রা মার্চ। রবিবার ওই অঞ্চল পরিদর্শনে যাবেন রাজ্যের দুই মন্ত্রীর একটি প্রতিনিধি দল। মন্ত্রী পার্থ ভৌমিক ও সুজিত বসুর নেতৃত্বে সন্দেশখালির পরিস্থিতি ঘুরে দেখবে তৃণমূলের প্রতিনিধি দল। তার পর সিদ্ধান্ত হবে ৩রা মার্চের সভাস্থল নিয়ে। তবে সভা যে ৩রা মার্চেই হবে, তা নিয়ে কোনও সংশয় নেই রাজ্যের শাসক দলের। বরং সেই সভায় এক লাখের বেশী লোক হবে বলে আগেই হুংকার দিয়েছে তৃণমূল।


সন্দেশখালিকে হাতিযার করেই লোকসভা ভোটের ডিভিডেন্ড তুলতে চাইছে বিজেপি। দিল্লিতে বিজেপির জাতীয় কনভেনশনে যোগ দিতে শনিবারই রাজধানী পাড়ি দেন সুকান্ত মজুমদার। সূত্রের খবর, দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকে যোগ দেওয়ার কথা ছিল সুকান্তর। সেই বৈঠকে প্রধানমন্ত্রীকে সন্দেশখালির পরিস্থিতি নিয়ে একটি রিপোর্ট দেওয়া হবে রাজ্য বিজেপির পক্ষ থেকে। বিজেপির অন্দরে খবর, মার্চ মাসেই প্রধানমন্ত্রীর বাংলা সফরের সম্ভবনা রয়েছে। সেই সফরে মোদির মুখে সন্দেশখালির প্রসঙ্গ তুলে ভোটের আগে রাজনৈতিক ডিভিডেন্ড গোনার চেষ্টা করবে রাজ্যের প্রধান বিরোধী দল।


ভোট যত এগোচ্ছে ততই বাড়ছে রাজনৈতিক জমি দখলের দড়ি টানাটানি। তবে এসবের মাঝে সন্দেশখালির তৃণমূল কী আদৌ পারবে তাদের ঘর গোছাতে ? নাকি ডিভিন্ড নিয়ে যাবে বিজেপি। সময় তার উত্তর দেবে।


コメント


bottom of page