গান্ধী জয়ন্তীর প্রাক্কালে এক ঘণ্টা স্বেচ্ছাশ্রম দিয়ে বিজেপি কর্মীদের বার্তা দিলেন নরেন্দ্র মোদী - 'এক তারিকা, এক ঘণ্টা, এক সাথ'। প্রধানমন্ত্রীর আবেদনে সাড়া দিয়ে রবিবার এক ঘণ্টার "শ্রমদানে" রাজনীতিবিদ থেকে শুরু করে ছাত্র-ছাত্রীরা অংশ নিলেন৷
কেন্দ্রীয় আবাসন ও নগর বিষয়ক মন্ত্রকের মতে, ৯.২০-এরও বেশি মেগা ড্রাইভের জন্য সারা দেশে লক্ষাধিক সাইট গ্রহণ করা হয়েছে।
দেশব্যাপী পরিচ্ছন্নতা অভিযানের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আবেদনের প্রতি সাড়া দিয়ে, রাজনীতিবিদ থেকে শুরু করে ছাত্রদের সকল স্তরের মানুষ রবিবার এক ঘণ্টার "শ্রমদান"-এ অংশ নিয়েছিলেন।
'স্বচ্ছতা হাই সেবা' অভিযান প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী ডঃ জিতেন্দ্র সিং বলেছেন, "স্বাধীনতা দিবসের ভাষণে প্রধানমন্ত্রী পরিচ্ছন্নতা অভিযানের আহ্বান জানিয়েছিলেন। প্রথম দিকে অনেকেই এটি বুঝতে পারেননি কিন্তু ধীরে ধীরে এটি একটি গণ আন্দোলনে পরিণত হয়েছে... প্রথম বছরেই ৪ লক্ষেরও বেশি টয়লেট তৈরি করা হয়েছিল... পরিচ্ছন্নতা নিয়ে কারও সমস্যা হতে পারে না..."
রবিবার বেঙ্গালুরুতে গান্ধী জয়ন্তীর আগে স্বচ্ছ ভারত অভিযানকে চিহ্নিত করতে আয়কর বিভাগের কর্মীরা এম জি রোড, কাববন রোড এবং আশেপাশের অঞ্চলে পরিষ্কার অভিযান চালিয়েছিলেন।কানারা ব্যাঙ্কের কর্মীরা বেঙ্গালুরুতে রবিবার চার্চের রাস্তা পরিষ্কার করে পরিচ্ছন্নতা সচেতনতা প্রচার তৈরি করেছেন। শুধু বেঙ্গালুরু নয় মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে মুম্বাইতে 'স্বচ্ছতা হি সেবা' প্রচারে অংশ নিয়েছে।
এবার হিমাচল প্রদেশের হামিরপুরে 'স্বচ্ছতা হি সেবা' অভিযানের অংশ হিসাবে কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর বেশ কয়েকজনের সাথে পরিচ্ছন্নতার অঙ্গীকার নিয়েছেন।উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সীতাপুরে 'স্বচ্ছতা হি সেবা' অভিযানে অংশ নিচ্ছেন।কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব হরিয়ানার গুরুগ্রামে 'স্বচ্ছতা হি সেবা' অভিযানে অংশ নিচ্ছেন।
সূত্রে খবর, বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডা এবং কেন্দ্রীয় মন্ত্রী মীনাক্ষী লেখি দিল্লিতে 'স্বচ্ছতাহি সেবা'- অনুষ্ঠানে অংশ নিয়েছেন।
বিজেপি নেতা রবিশঙ্কর প্রসাদ পাটনায় 'স্বচ্ছতা হি সেবা' অভিযানের অধীনে আয়োজিত পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিচ্ছেন৷
Comments