top of page

আবারও ডেঙ্গি নিয়ে জোড়া বৈঠক নবান্নে


আজ ৩০শে সেপ্টেম্বর, শনিবার, ডেঙ্গি নিয়ে জোড়া বৈঠক নবান্নে। প্রথম দফায় বিভিন্ন মেডিকেল কলেজের সুপারদের নিয়ে বৈঠকে বসবেন মুখ্য সচিব। দ্বিতীয় দফায় বিভিন্ন জেলার জেলাশাসকদের নিয়ে বৈঠক করবেন মুখ্য সচিব।


গত সপ্তাহের তুলনায় ডেঙ্গি ৩৯ তম সপ্তাহে ১০ থেকে ১৫ শতাংশ কমলেও লাগাতার বৃষ্টি চিন্তার ভাঁজ বাড়াচ্ছে নবান্নের।


এর জন্যই ফের বৈঠকের ডাক মুখ্য সচিবের। ইতিমধ্যে চলতি সপ্তাহের বৈঠকে ডেঙ্গি প্রতিরোধে পুলিশকে যুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছিল। আজকের বৈঠকে বাড়ি বাড়ি সার্ভের উপর বিশেষ গুরুত্ব দেওয়ার কথা বলা হতে পারে বলেই মনে করা হচ্ছে।


রাজ্যের ডেঙ্গি সংক্রান্ত হটস্পট এলাকা ক্রমশাই বাড়ছে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলী এই চার জেলায় হটস্পট ক্রমশই বাড়তে থাকায় উদ্বিগ্ন নবান্ন ও স্বাস্থ্য দপ্তর। যার জন্য নবান্নে তড়িঘড়ি জোড়া বৈঠক ডাকা হয়েছে।


ডেঙ্গির তাণ্ডব এক্ষণ ঘরে ঘরে। হাসপাতালের ওয়ার্ডের মধ্যে মশারি টাঙিয়ে চলছে চিকিৎসা। নবান্ন সূত্রে খবর,আজকের বৈঠকে হাসপাতাল সুপারদেরও থাকার নির্দেশ দিয়েছে।


রুচিকা মুখার্জি


Commentaires


bottom of page