রাজ্যের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস। তার জেরে একাধিক জেলাকে সতর্ক করল নবান্ন। প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী প্রস্তুত রাখার নির্দেশ। নদী বাঁধগুলি কি অবস্থায় রয়েছে সেচ দপ্তরের আধিকারিকদের সঙ্গে অবিলম্বে বৈঠকে বসার নির্দেশ জেলা শাসকদের। নিচু এলাকাগুলিতে জল জমতে পারে।
নিম্নচাপের জেরে টানা বৃষ্টি হয়ে চলেছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। সকাল থেকেই মেঘলা রয়েছে আকাশ। মাঝে মধ্যে কখনও ভারী আবার কখনও হালকা বৃষ্টি হয়েই চলেছে। আজ সারাদিনই বৃষ্টি হবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। নিচু এলাকাগুলিতে জল জমার ফলে এলাকাবাসীকে অনেক সমস্যায় পড়তে হয়।
কলকাতা পুরসভার কমিশনারকে নির্দেশ, জল জমলে যাতে সঙ্গে সঙ্গে জল বের করা যায় তার জন্য প্রয়োজনীয় পাম্প সহ যাবতীয় প্রস্তুতি সেরে রাখতে। বিপর্যয় মোকাবিলা বাহিনীর টিম তৈরি রাখতে নির্দেশ। উপকূলবর্তী অঞ্চলগুলিতে বিশেষভাবে নজরদারির নির্দেশ নবান্নের জেলাশাসকদের।
রুচিকা মুখার্জি
Comentarios