শান্তিনিকেতন বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে হোস্টেলে ঘটে গেল এক ছাত্রীর অস্বাভাবিক মৃত্যু । ছাত্রীর নাম স্নেহা দত্ত দ্বিতীয় বর্ষের ছাত্রী। বাড়ি হুগলি, শ্যামপুর এলাকায়।
স্নেহা ২০২২ সালে শান্তিনিকেতন মেডিকেল কলেজে ভর্তি হন। খবর সূত্রে জানা যাচ্ছে মেয়েটি মেডিকেল কলেজের হোস্টেলের চার তলায় থাকতো। তিনি হোস্টেলে ৫-৬ জনের সঙ্গে থাকতেন।রবিবার রাত বারোটা নাগাদ স্নেহা মারা বলে জানায় স্নেহার পরিবার।
স্নেহা বাবা চিন্ময় দত্ত, পেশায় পার্ট টাইম স্কুল শিক্ষক। তিনি জানান স্নেহা হোস্টেলের ঘরে মাথা ঘুরে পড়ে গিয়েছিল। এরপর স্নেহার মুখ থেকে গ্যাঁজলা বের হতে থাকে। তাকে শান্তিনিকেতন মেডিকেল হাসপাতালে আইসিইউ-তে ভর্তি করা হয়।
তবে স্নেহার বাবা জানান যে, তাঁকে প্রথমে বলা হয়েছিল নেহা অসুস্থ হয়ে গেছে। এরপর বারোটা নাগাদ তাঁকে দেওয়া হয় স্নেহার মৃত্যুর খবর।
স্নেহের বাবা চাইছেন, বোলপুর থানা এই বিষয়ে সঠিক তদন্ত করুক। সরি কারণে তিনি থানায় লিখিত অভিযোগ জমা দিয়েছেন এবং দাবি করেছেন পুরো তদন্তটি যেন ভিডিও করা হয়।
একের পর এক ছাত্র-ছাত্রীর মৃত্যু ঘটছে রাজ্যে এ কি আর থামবে না! কলেজ এবং হোস্টেলগুলির কতৃপক্ষরা আরও একটু বেশি সতর্ক থাকলে হয়তো এমন দুঃখের ঘটনা কম ঘটবে।
Comentarios