ফের ভোট পরবর্তী হিংসা ঘিরে উত্তপ্ত মুর্শিদাবাদ। বেলডাঙ্গা -১ পঞ্চায়েত সমিতির স্থায়ী সমিতি গঠন করেছে তৃণমূল। বৃহস্পতিবার ওই স্থায়ী সমিতি গঠনে ঘিরে ফের উত্তপ্ত হয় এলাকা। স্থানীয় সূত্রে খবর, বাসিন্দারা সরাসরি অভিযোগ করেছেন তৃণমূলের বিরুদ্ধে। যদিও সংখ্যাগরিষ্ঠতার নিরিখেই তৃণমূল স্থায়ী সমিতি গঠন করেছে বলে দাবি তৃণমূলের।
উল্লেখ্য, বেলডাঙ্গা- ১ পঞ্চায়েত সমিতির মোট ৩৯ টি আসনের মধ্যে ২২ টি আসনে জয়ী হয়েছে তৃণমূল। তৃণমূলের নিজেদের অন্তদ্বন্দ্বের কারণে বাম- কংগ্রেস জোট সভাপতি ও সহ-সভাপতি গঠন করে আগেই। বৃহস্পতিবার ওই পঞ্চায়েত সমিতির স্থায়ী সমিতি গঠন করল তৃণমূল। কংগ্রেসের দাবী স্থায়ী সমিতি গঠনের সময় গন্ডগোল করেছে তৃণমূল ,ফলে তারা বেরিয়ে চলে এসেছেন।
অন্যদিকে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেন, "তৃণমূল সন্ত্রাসকে নিয়ে যে চলছে সেই চেহারা দেখা গেল বেলডাঙ্গায়।" বেলডাঙ্গা তৃণমূল বিধায়ক হাসানুজ্জামান এবং রেজিনগর তৃণমূল বিধায়ক রবিউল আলম চৌধুরীর বক্তব্য, প্রশাসনের উপস্থিতিতে সুষ্ঠভাবেই স্থায়ী সমিতি গঠন হয়েছে বেলডাঙ্গা- ১ ব্লক।
Comments