top of page

ফের গঙ্গা ভাঙ্গন মুর্শিদাবাদ সামশেরগঞ্জে, সমস্যার মুখে বাসিন্দারা




এক এক করে বাড়ি ঘর নদীগর্ভে তলিয়ে যেতে শুরু করেছে মুর্শিদাবাদের সামশেরগঞ্জ এলাকায়।শুক্রবার গঙ্গা ভাঙনের কবলে পড়ল সামশেরগঞ্জের ঘনেশ্যামপুর গ্রাম। নদী গর্ভে তলিয়ে গিয়েছে একটি বাড়ি। ফলে নতুন করে ভাঙ্গন আতংক সৃষ্টি হয়েছে এলাকাজুড়েই।


বাড়িঘর ছেড়ে অন্যত্র পালাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। বারবার গঙ্গা ভাঙ্গন হলেও এখনো পর্যন্ত স্থায়ী কোনরকম ব্যবস্থা না হওয়ায় রীতিমতো ক্ষুব্ধ সামশেরগঞ্জের ভাঙ্গন কবলিত এলাকার বাসিন্দারা।বিপজ্জনক অবস্থায় রয়েছে স্থানীয় বাসিন্দারা।


তবে গত ৭ই সেপ্টেম্বর একই ঘটনা ঘটেছে মুর্শিদাবাদ সমরেশগঞ্জে এই ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছিল এলাকাবাসীরা। সেই ঘটনায় একাধিক বাড়ি খরাপ অবস্থায় আরোও বেশ কয়েকটি বাড়ি ঝুলছে। ভাঙনের আতঙ্কে ঘর ছাড়ছেন বহু মানুষ। প্রশাসন বা জনপ্রতিনিধিদের কেউ খোঁজ না নেওয়ায় ক্ষোভে ফুঁসছেন বাসিন্দারা। অবিলম্বে গঙ্গা ভাঙন প্রতিরোধে স্থায়ী সমাধানের দাবিতে সরব হয়েছেন সাধারণ মানুষ। তাঁরা ক্ষতিপূরণেরও দাবি জানান৷

Comments


bottom of page