top of page
Writer's pictureRuchika Mukherjee, WTN

রামনগর এলাকায় অজ্ঞাত পরিচয় গৃহবধূর মৃত্যুর ঘটনার কিনারা জগদ্দল থানার পুলিশের


২৪ ঘন্টা কাটতে না কাটতেই অজ্ঞাত পরিচয় গৃহবধুর মৃত্যুর ঘটনার কিনারা করলো জগদ্দল থানার পুলিশ। জানা গিয়েছে, পূর্ব মেদিনীপুর জেলার রামনগর থানার রেল স্টেশন থেকে কিছুটা দূরে ঘন জঙ্গলে এক অজ্ঞাত পরিচয় গৃহবধুর পচা গলা মৃতদেহ উদ্ধার করা হয়েছিলো।


সেই মহিলার পরিচয় খুজতে গিয়ে পুলিশ জানতে পারে ওই গৃহবধূর বাড়ি শ্যামনগর নিমতলা ঘাট রোড এলাকায়। পূর্ব মেদিনীপুর থেকে উদ্ধার হওয়া গৃহবধূ সুপ্রিয়া ঘোষ শ্যামনগর নিমতলা ঘাট রোড এলাকায় একটি আবাসনে চারতলায় দিদির সঙ্গে থাকতেন। কিন্তু সেখানে গিয়ে তাঁদের সঙ্গে যোগাযোগ করতে গেলে সুপ্রিয়ার বাড়ির লোকজন কোনো কথা বলতে চাননি।


কিন্তু প্রতিবেশীরা জানায় এলাকায় ভালো মেয়ে হিসেবে পরিচিত ছিল। তার এই মৃত্যুর খবরে স্বাভাবিকভাবেই তারাও হতভম্ব । তবে এই মৃত্যুর পেছনে কোনো রহস্য আছে বলেই মনে করছে তারা। ঘটনার তদন্তের দাবি সকলের।


বিশেষ সূত্রে জানা যায়, গত ১৬ তারিখ ব্যারাকপুর কমিশনারের অধীন শ্যামনগরের বাসিন্দা সুপ্রিয়া ঘোষ তার বাড়ি থেকে বেরিয়ে আসেন তারপর থেকে তার আর কোনো খোঁজ মেলেনি।


গত ১৭ তারিখ তার পরিবারের লোকজন জগদ্দল থানায় মিসিং ডায়েরি করেন । ঘটনার তদন্তে নেমে জগদ্দল থানার পুলিশ পূর্ব মেদিনীপুরের রামনগর এলাকা থেকে মূল ২ অভিযুক্ত দীপশেখর বসু ও সুস্মিতা রায় কে গ্রেফতার করেছে।


কী কারনে তারা সুপ্রিয়া কে খুন করলো সে বিষয়ে আরো তদন্ত খাতিরে ধৃত ২ ব্যাক্তিকে আজ জগদ্দল থানার পুলিশ ব্যারাকপুর আদালতে পেশ করে। ঘটনার পরিপ্রেক্ষিতে বিচারক তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ধৃতদের ১৪ দিনের পুলিশ হেফাজতের অনুমতি দিয়েছেন।

Comments


bottom of page