পুরসভা নিয়োগ দুর্নীতি ' বুর্জ খলিফা ', : সিবিআই
- WTN বাংলা নিউজডেস্ক
- Sep 15, 2023
- 1 min read
কলকাতা হাই কোর্টে, সিবিআইয়ের কৌঁসুলি পুরসভা নিয়োগ দুর্নীতিকে দুবাইয়ের বুর্জ খলিফার সাথে তুলনা করেন।

বৃহস্পতিবার সিবিআই, কলকাতা হাই কোর্টে প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্তের রিপোর্ট জমা দেয়। সিবিআইয়ের আইনজীবী, নিয়োগ দুর্নীতিকে আমেরিকার টুইন টাওয়ারের সাথে উপমা করেন। একটি স্তম্ভ স্কুল সার্ভিস কমিশন, অন্যটি প্রাথমিক শিক্ষা পর্ষদ। এই প্রসঙ্গে বিচারপতি, পুরসভা নিয়োগ দুর্নীতিকে দুবাইয়ের বুর্জ খলিফা সাথে তুলনা করে।
প্রসঙ্গত, গত সপ্তাহে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ১১ সেপ্টেম্বর তদন্তের রিপোর্ট জমা দিতে বলে সিবিআইকে। তখন সিবিআইয়ের আইনজীবী, প্রাথমিক দুর্নীতির সঙ্গে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের উপমা দেন।
এই নিয়োগ দুর্তিনীতির কারণে, অনেক তৃণমূলের নেতারা গ্রেফতার হয়েছে। প্রাথমিক শিক্ষার দুর্নীতিতে গ্রেফতার হয়েছেন প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য।
Commentaires