কলকাতা থেকে ডাবল ডেকার বাস কবেই উঠে গেছে। এবার মুম্বাই শহর থেকেও তুলে নেওয়া হচ্ছে ডাবল ডেকার বাস।
বিদ্যুৎ সরবরাহ এবং পরিবহন উদ্যাগের একজন কর্মকর্তা মঙ্গলবার বলেছেন, মুম্বাইয়ের লাল ডাবল ডেকার বাসগুলো এই সপ্তাহে রাস্তায় নামবার পর রুট তুলে নেওয়া ব্যবস্থা চলছে।
মুম্বাইয়ের যাত্রীরা অনুরোধ জানিয়েছেন যে মিউজিয়াম-এ দুটি বাস সংরক্ষণ করে রাখার জন্য ।
আট দশকেরও বেশি সময় ধরে শহরের গণপরিবহণ ব্যবস্থার একটি অবিচ্ছেদ্য অংশ।
কলকাতায় ডাবল ডেকার বাস বন্ধ হয় ২০০৫ সালে। আস্তে আস্তে টানা রিকশা ও কম দেখা যাচ্ছে।হলুদ ট্যাক্সিরও দেখা কম মিলে কলকাতা শহরে।
মুম্বাইয়ের জাদুঘরে বাস গুলো সংরক্ষণের জন্য মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী, পর্যটন মন্ত্রী এবং প্রশাসনকে চিঠি দিয়েছে।
Comments