মুম্বাই শহর আজ মেতে উঠেছে গণেশ পুজোর তোড়জোড়ে
- Ruchika Mukherjee, WTN
- Sep 19, 2023
- 1 min read

মহারাষ্ট্রের লোকপ্ৰিয় দেবতা গণেশ। এই গণেশ ঠাকুরের পুজো বিশাল ধুমধামে চলবেআরো ছয় দিন। আজ গণেশ চতুর্থী। মুম্বাইয়ের অলিতে গলি আজ আলোকোজ্জ্বল, চাউলগুলোতে চলছে সর্বজনীন ভোজপর্ব।
গতকাল সন্ধ্যা থেকেই গণেশ চতুর্থীর আয়োজনে সমস্ত মিষ্টির দোকানে মোদকের জন্য ভিড় বেড়েছে অসম্ভব। প্যান্ডেলেও বসানো হয়েছে বড় বড় গণপতি মূর্তি। শহরের বাজারে কেনাকাটা ছিল তুঙ্গে।
মুম্বাই শহরে এই গণেশ চতুর্থীর সময় যেটি সব থেকে বেশি এলাকাবাসীদের সবচেয়ে বড় ভোগান্তি রাস্তার যানজট। তাই দক্ষিণ মুম্বাইয়ের রাস্তায় ২১,২৪,২৬ এবং ২৯ সেপ্টেম্বর ভারী যানবাহন প্রবেশ এবং চলাচল সীমাবদ্ধ থাকবে।
প্রয়োজনীয় পরিষেবা প্রদানকারী যানবাহন যেমন অ্যাম্বুলেন্স, সবজি, দুধ ও বেকারি পণ্য সরবরাহকারী, সরকারি ও আধা সরকারি যানবাহন, পানীয় জল সরবরাহকারী, পেট্রোলিয়াম যান এবং স্কুল বাসগুলিকে ছাড় দেওয়া হয়েছে।
Kommentarer