top of page

হাসিন জাহান মামলা, বধূ নির্যাতন মামলায় জামিন মহম্মদ শামির

Writer: Jaita Chowdhury, WTNJaita Chowdhury, WTN


হাসিন জাহানের করা বধূ নির্যাতন মামলায় এই প্রথম কোর্টে হাজিরা দিলেন মহম্মদ শামি। বিশ্বকাপের আগে মঙ্গলবার কোর্টে হাজিরা দেন ভারতীয় ক্রিকেটার। তার সঙ্গে, ছিলেন তাঁর দাদা মহম্মদ হাসিম। দুজনেই জামিনের আবেদন করেন। এদিন জামিনের আবেদন মঞ্জুর করে দুজনকেই জামিন দিয়েছেন বিচারক।


শামির আইনজীবী সেলিম রহমান বলেন, "শামি ও হাসিম মঙ্গলবার আদালতে হাজিরা দিয়েছেন। দুজনেই কোর্টের কাছে জামিনের আবেদন করেন। আদালত তাদের আবেদন মঞ্জুর করেছে।" সেলিম রহমান ছাড়াও উপস্থিত ছিলেন আইনজীবী নাজমুল আলম সরকার।


প্রসঙ্গত, গত ২৩০০ আগস্ট আলিপুরের অতিরিক্ত দ্বারা আদালতের বিচারক নির্দেশ দেন, হাসিনার অভিযোগের ভিত্তিতে শামিকে তলক করার পেছনে কোন প্রয়োজনীয় যুক্তি পায়নি কোর্ট। তবে ৩০ দিনের মধ্যেই এই মামলার পরবর্তী বিচার প্রক্রিয়ার জন্য ট্রায়াল করতে হবে ভারতীয় ক্রিকেটার মহম্মদ শামিকে। এই সময়ের মধ্যে তিনি জামিনের আবেদন করতে পারবেন। আইন অনুযায়ী, স্বামীর জামিনের বিষয়ে সিদ্ধান্ত নেবে ট্রায়াল কোর্ট। আদালতের এই নির্দেশ মেনেই মঙ্গলবার হাজিরা দেন শামি।


বস্তুত, ২০১৮ সালে শামি ও হাসিমের বিরুদ্ধে বধূ নির্যাতনের অভিযোগ এনে যাদবপুর থানায় এফআরআর করেন হাসিন জাহান। ২০১৯ সালে শামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানের জারি করে আলিপুর আদালত। ওই বছরই, আলিপুর জেলা দায়রা আদালত ওই নির্দেশে স্থগিতাদেশ দেয়। এখনো পর্যন্ত প্রায় চার বছর মামলাটি বিচারাধীন।

Comments


bottom of page