মরোক্কয় বিধ্বংসী ভূমিকম্প। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতার পরিমান ৬.৮। ঘটনাটি ঘটেছে শুক্রবার ভোররাতে। মারাকা থেকে ৭২ কিমি দক্ষিণ পশ্চিমে এবং ওকায়ামেডেন থেকে ৫৬ কিমি পশ্চিমে এই ভূমিকম্পের কেন্দ্রস্থল। ১৮.৫ কিমি গভীরে এই কম্পনের উৎপত্তি।
এখনও পর্যন্ত পাওয়া শেষ খবর, ভুমিকম্পে মৃতের সংখ্যা ২৯৬। মারাকা এলাকায় বেশ কিছু পুরনো বাড়ি ভেঙে পড়ার খবর মিলেছে। স্থানীয়দের সহায়তায় ইতিমধ্যেই চালু হয়েছে উদ্ধারকাজ।
সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিও-তে দেখা যাচ্ছে প্রাণ বাঁচানোর তাগিদে মানুষজন বাড়িঘর ছেড়ে রাস্তায় বেড়িয়ে এসেছেন। একটি বাড়িতে একই পরিবারের পাঁচজনের হতাহতের খবর মিলেছে। তবে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা।
সূত্রের খবর, ভূমিকম্পে ভেঙে পরেছে একাধিক ওয়ার্ল্ড হেরিটেজ সাইটও। ইতিমধ্যেই আহতের চিকিৎসার ব্যবস্থা করছে মারাকেশের হাসপাতালগুলির জরুরি বিভাগ। মরোক্কর স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, ১৫০ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ।
ঘুমিয়ে থাকার কারণে অধিকাংশই ভূমিকম্পের কথা বুঝতে পারেননি। ফলত, বাড়িঘর ধসে চাপা পড়েই তাঁদের মৃত্যু হয়েছে বলে অনুমান প্রাথমিক ভাবে অনুমান।
Comments