top of page

মরক্কোর ভূমিকম্পে মৃত ২০০০ ছাড়ালো, সাহয্যের হাত বাড়ালো আলজেরিয়াও

মরক্কোর ভূমিকম্পে মৃতের সংখ্যা ছাড়ালো ২০০০। আহতের সংখ্যাও ২০০০ এর বেশি। এখনও ধ্বংসস্তূপে আটকে রয়েছে অনেকে। উদ্ধারের কাজ জোর কদমে চলছে।




মরক্কোর পূর্বে রয়েছে আলজেরিয়া। কয়েক বছর আগে এই দুই দেশের সম্পর্ক ছিন্ন হয়ে যায়। তাও 'শত্রু' দেশের দুর্দিনের সময়, ত্রাণসামগ্রী দিয়ে পাশে দাঁড়ালো আলজেরিয়া।

আমেরিকা অর্থনৈতিক ভাবে এবং উদ্ধারকাজে সবরকম সাহায্য করছে মরক্কোকে। ভারতের তরফ থেকেও সাহায্যের হাত বারিয়ে দাওয়া হয়েছে। ফ্রান্সের একটি মোবাইল অপারেটর বিনামূল্যে মরক্কোতে পরিষেবা দেবে। এ ছাড়াও বিশ্বের অনেক দেশ সাহায্যের হাত বারিয়ে দিয়েছে মরক্কোর এই দুঃসময়।

গত ৬০ বছরে প্রথমবার মরক্কো এত বিপজ্জনক প্রাকৃতিক দুর্যোগ সস্মুখীন হল। শুক্রবার রাতে স্থানীয় সময় অনুযায়ী ১১.৩০ নাগাদ শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে গোটা দেশ। ভূমিকম্পে একাধিক বাড়ি ধূলিস্যাৎ হয়েছে। বহু মানুষের মৃত্যু হয়েছে। অনেকে এখনও ধ্বংসস্তূপে চাপা পরে রয়েছে।

Commenti


!
Widget Didn’t Load
Check your internet and refresh this page.
If that doesn’t work, contact us.
bottom of page