top of page

আধার কার্ডের ফিঙ্গারপ্রিন্ট নকল করে টাকা চুরি, আধার কার্ডের নিরাপত্তা কোথায়?


ব্যাংক অ্যাকাউন্টে বাধ্যতামূলক আধার লিংক। বেড়াচাঁপার ইছামতী সমবায় দুগ্ধ উৎপাদক সঙ্ঘ লিমিটেডে কর্মরত কর্মী তাপস ঘোষের আধার কার্ডের ফিঙ্গার প্রিন্ট নকল করে ৩ দফায় কয়েক হাজার টাকা আত্মসাতের অভিযোগ দেগঙ্গায়।


তাপস ঘোষ মাসিক বেতন তুলতে গিয়ে দেখেন তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে মোট ব্যালেন্স টাকা কমে গিয়েছে। ব্যাংকের স্টেটমেন্ট তুলে নিয়ে দেখেন বর্তমান মাসে ৫ তারিখ ১২ তারিখ ও ১৫তারিখ এই তিনদিনে ৩ দফায় তাঁর অ্যাকাউন্ট থেকে ৫ হাজার ৮০০ টাকা তুলে নেওয়া হয়েছে।


যে ব্যক্তি কোনদিন ফিঙ্গার প্রিন্ট ব্যবহার করে টাকা লেনদেন করেনি তাঁর অ্যাকাউন্ট থেকে ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করে টাকা তুলল তাহলে কে?


জানতে দেগঙ্গা থানার পাশাপাশি ব্যাংক গিয়েও জানতে চেয়েছেন তাপস। পাশাপাশি, তাঁর ক্ষোভ আধার কার্ডের ফিঙ্গার প্রিন্টের সুরক্ষা কি নেই?

Comments


bottom of page