top of page

মহুয়াকে চিঠি পাঠালো এথিক্স কমিটি


লোকসভার এথিক্স কমিটি ঘুষ নিয়ে প্রশ্ন বিতর্কে আবারও তলব করল তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে। মহুয়াকে ৩১শে অক্টোবর ডাকা হয়েছিল কিন্তু তিনি কমিটির চেয়ারম্যানকে চিঠি পাঠিয়ে জানান যে সেদিন তিনি যেতে পারবেন না। চিঠিতে তিনি লিখেছিলেন, বিভিন্ন এলাকায় তাঁর লোকসভা কেন্দ্রের বিজয় সম্মেলন রয়েছে ৩০ অক্টোবর থেকে আগামী ৪ নভেম্বর পর্যন্ত। সেগুলি সব আগে থেকে ঠিক করা ছিল এবং তাকে সেখানে উপস্থিত থাকতে হবে। তাই তিনি ৩১শে অক্টোবর দিল্লিতে যেতে পারবেন না। তিনি কিছুদিন সময়ও চেয়ে নেন। মহুয়া জানান, কমিটির সুবিধা অনুযায়ী যে কোনো দিন যে কোনো সময় তবে ৫ই নভেম্বরের পর তাকে ডাকা হলে তিনি আসতে পারবেন। কিন্তু মহুয়ার চাওয়া সেই সময়ের আগেই তাকে তলব করে এথিক্স কমিটি। কমিটি থেকে জানানো হয়, ২রা নভেম্বর সকাল ১১টায় মহুয়াকে এথিক্স কমিটির ঘরে হাজিরা দিতে হবে।


মহুয়া কমিটিকে যে চিঠি পাঠিয়ে সময় চেয়েছিলেন, সেখানে তিনি বিজেপি সাংসদ রমেশ বিধুরির প্রসঙ্গও উল্লেখ করেছিলেন। তিনি চিঠিতে লিখেছিলেন, রাজস্থানে বিজেপি সাংসদ রমেশ তাঁর লোকসভা কেন্দ্রে পূর্বপরিকল্পিত কর্মসূচির কথা জানিয়ে লোকসভার স্বাধিকার রক্ষা কমিটির কাছে সময় চেয়েছিলেন। ওই সময় ওনাকে মঞ্জুরও করা হয়েছিল। তাই তৃণমূল সাংসদ মহুয়ার আবেদন, একই ভাবে তারও সময় যেন মঞ্জুর করা হয়।



মহুয়া কমিটির সামনে দাঁড়িয়ে মুখোমুখি প্রশ্ন করতে চেয়েছেন দুবাইয়ের ব্যবসায়ী দর্শন হীরানন্দানিকে। মহুয়া অনুরোধ করেছিলেন কমিটিকে যাতে তাঁকেও ডেকে পাঠানো হয়। তৃণমূল সাংসদ জানান, তিনি দর্শনকে মুখোমুখি প্রশ্ন করতে চান। দর্শন তাঁকে কী কী উপহার দিয়েছেন তথ্যপ্রমাণ-সহ তা যেন কমিটির সামনেই বলা হয়। চিঠিতে মহুয়া এও উল্লেখ করেন যে, এটি তার মৌলিক অধিকার। তিনি দাবি করেন, যে তাঁর বিরুদ্ধে আনা এই যাবতীয় অভিযোগগুলো মিথ্যে, বিদ্বেষমূলক এবং মানহানিকর। সেগুলির জবাব তিনি কমিটির সামনেই দেবেন।

Comments


bottom of page