top of page

কমিটিকে চিঠি পাঠালেন মহুয়া মিত্র, ৩১ তারিখ যেতে পারছেন না, তিনি আগ্রহী কমিটির সামনে নিজের বক্তব্য র



কমিটিকে চিঠি পাঠালেন মহুয়া মৈত্র।লোকসভার এথিক্স কমিটির ডাকে আগামী মঙ্গলবার ৩০ অক্টোবর যেতে পারছেন না তিনি। শুক্রবার তা জানিয়ে দিয়েছেন কমিটির চেয়ারম্যানকে চিঠি পাঠিয়ে। তিনি জানিয়েছেন চিঠিতে লিখে ৩০ শে অক্টোবর থেকে আগামী ৪ নভেম্বর পর্যন্ত বিভিন্ন এলাকায় লোকসভা কেন্দ্রের বিজয় সম্মেলন রয়েছে। সেখানে তাকে উপস্থিত থাকতে হবে। কারণ সেগুলি আগে থেকে ঠিক করা। তাই তিনি ৩১ অক্টোবর দিল্লিতে থাকতে পারবেন না। কমিটির সুবিধা অনুযায়ী ৫ই নভেম্বরের পর তাকে যেকোনো সময় যে কোনদিন ডাকা হলে তিনি হাজির হবেন। তিনি চিঠিতে মনে করিয়ে দিয়েছেন আগেই লিখিতভাবে কমিটিকে জানিয়ে দিয়েছিলেন যে, তার বক্তব্য কমিটির সামনে বলতে তিনি আগ্রহী।


মহুয়া মৈত্র পাশাপাশি চিঠিতে লিখেছেন, দুবায়ের ব্যবসায়ী দর্শন হীরানান্দানিকেও যেন কমিটিতে ডেকে পাঠানো হয়। এক্ষেত্রে তার বক্তব্য শোনা জরুরী। কারণ দর্শন ইতিমধ্যে একটি চ্যানেল প্রকাশ্যে জানিয়েছেন, তার কোন আপত্তি নেই কমিটির সামনে হাজির হতে। এ কারণে মহুয়া মৈত্রের আবেদন যে তাকে এবং দর্শনকে কমিটির সামনে প্রশ্ন করতে দেওয়া হোক।

মহামাত্র তার চিঠিতে লিখেছেন, তার বিরুদ্ধে তোলা মিথ্যে অভিযোগ বিদ্বেষ মূলক এবং মানহানিকর অভিযোগের জবাব দিতে তিনি আগ্রহী। মহুয়ার বিরুদ্ধে টাকা উপহারের বিনিময়ে প্রশ্ন তোলার অভিযোগ জানিয়ে লোকসভার স্পিকার বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে চিঠি দিয়েছিলেন। নিশিকান্তর সেই চিঠি পাঠিয়ে দেন এথিক্স কমিটিতে। বৃহস্পতিবার বৈঠক বসে এথিক্স কমিটির।


মহুয়া চিঠিতে এও লিখেছেন যে অভিযুক্তকে না ডেকে অভিযোগকারীদেরে ডেকেছে কমিটি। বৃহস্পতিবার এথিক্স কমিটির বৈঠক।সেখানে লোকসভার এথিক্স কমিটিতে মোট ১৫ জন সদস্য রয়েছেন। সেখানে চেয়ারম্যান বিনোদ ছাড়া ১০ জন উপস্থিত ছিলেন বৈঠকে। দশজনের মধ্যে পাঁচজন ছিলেন বিজেপির সাংসদ। মহুয়া তার চিঠিতে লিখেছেন তিনি ২৬ তারিখ কমিটির চিঠি পেয়েছেন । তার ভিত্তিতে শুক্রবার তিনি কমিটিকে চিঠি দিয়ে ৩১ তারিখে যাওয়ার বিষয়ে তার অপরাগতার কথা জানিয়েছেন। এখন দেখার বিষয় মহুয়ার আবেদন মেনে তাকে ৫ই নভেম্বরে পর ডাকা হয় কিনা!

Comments


bottom of page