লোকসভার এথিক্স কমিটি অর্থ এবং উপহার নিয়ে লোকসভায় প্রশ্ন তোলার অভিযোগে মহুয়া মৈত্রের বিরুদ্ধে আবারো পদক্ষেপ করল। কমিটির তরফ থেকে বিদেশ যাত্রা সংক্রান্ত যাবতীয় তথ্য চাওয়া হয়েছে কেন্দ্রীয় বিদেশ মন্ত্রকের কাছ থেকে। পাশাপাশি মহুয়াকে ঘুষ দেওয়ায় অভিযুক্ত দুবাইবাসী ভারতীয় শিল্পপতি দর্শন হীরানন্দানির বিভিন্ন দেশে যাত্রার তথ্য চেয়েছে এথিক্স কমিটি।
বৃহস্পতিবার এথিক্স কমিটি মহুয়ার বিরুদ্ধে অভিযোগকারী দুই বিজেপি প্রধান সাংসদ নিশিকান্ত দুবে এবং আইনজীবী জয় অনন্ত দেহাদ্রাইকে তলব করে। ৩১ অক্টোবর এথিক্স কমিটির সামনে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে মহুয়া মৈত্রকে। সেদিন বেলা ১১টায় তাকে হাজির হতে বলা হয়েছে। সূত্রের খবর তার আগেই মহুয়া মৈত্রের বিদেশ যাত্রা সংক্রান্ত তথ্য পেতে এথিক্স কমিটি তৎপর হয়ে উঠেছে।
দানিশ আলী,উত্তম রেড্ডি, গিরিধারী যাদবের মত এথিক্স কমিটির বিরোধী সাংসদ ইতিমধ্যে এই অতি তৎপরতা নিয়ে প্রশ্ন তুলেছেন। এথিক্স কমিটিকে বিষয়টির সত্যতা যাচাই করতে বলেছিলেন নিশিকান্তের লিখিত অভিযোগ পেয়ে লোকসভার স্পিকার ওম বিড়লা।
নিশিকান্তর দাবি করেন,কোথায় কবে কত টাকা নিয়েছেন মহুয়া সেসব প্রমাণও হাতে রয়েছে তার। এমনকি সেই ঘুষের অঙ্ক ২ কোটি টাকা বলেও তিনি দাবি করেছেন।এদিকে হীরানন্দানি নিয়ে মহুয়াকে ব্যবহার করে লোকসভায় আদানি গোষ্ঠী সম্পর্কিত প্রশ্ন তুলেছেন সেটি তিনি হলফনামায় স্বীকার করেছেন।
Comments