এথিক্স কমিটি থেকে মহুয়া মৈত্রকে বৃহস্পতিবার দিন বেরিয়ে আসতেই থাকে মন্তব্য করল বিজেপির সাংসদ। বৃহস্পতিবার বৈঠক থেকে মহুয়া সহ বিরোধী সাংসদ বেরিয়ে যায়। মহুয়াকে ব্যক্তিগত এবং অনৈতিক প্রশ্ন করা হয়েছে বলে। বিজেপি সংসদ দুবের এথিক্স কমিটির চেয়ারম্যান বিনোদ সোনকরকে লেখা মহুয়া মৈত্রর চিঠির বানানে ভুল নিয়ে মন্তব্য করে কটাক্ষ করেছিলেন শুক্রবার। কমিটির বৈঠক মহুয়া সেদিন ছেড়ে বেরিয়ে আসার পরে বিরোধী বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে ফের খোচা দিলেন মহুয়াকে। নিশিকান্ত দুবে বলেন মহুয়া তার বিরুদ্ধে ভুল বার্তা ছড়াতে চাইছেন। তিনি বলেন বিরোধী সংসদের তোলা ব্যক্তিগত প্রশ্ন সংক্রান্ত অভিযোগ খারিজ করে নিশিকান্তের মন্তব্য,দর্শন হীরানান্দা নেই তার হলফ নামায় যে অভিযোগ এনেছেন মহুয়া এথিক্স কমিটিতে সেই প্রশ্নই করতে হত। সেই সঙ্গে তিনি বলেন, "আমি সব অভিযোগের প্রমাণ দিয়েছি। কোন শক্তি রক্ষা করতে পারবে না। "
এথিক্স কমিটির বৈঠকে মহুয়া মৈত্রকে ডেকে পাঠানো হয়েছিল ঘুষ নিয়ে প্রশ্ন কাণ্ডে। সেখানে মহুয়াকে তার বক্তব্য জানানোর জন্য ডেকে পাঠানো হয়েছিল। সেখানে সংবাদ মাধ্যমে মহুয়া বলেন এটা কি ধরনের বৈঠক? ওরা নোংরা প্রশ্ন করেছেন। মহুয়াকে অনৈতিক প্রশ্ন অপমানজনক প্রশ্ন করা হয়েছে বলে অভিযোগ করে সেই কমিটি থেকে বেরিয়ে গেছেন। কমিটির সূত্রে জানা গেছে, তাকে দুটি প্রশ্ন করা হয়েছে এক, ব্যবসায়ী হীরানন্দনিকে লগ ইন আইডি পাসওয়ার্ড দিয়েছিলেন কিনা। দুই,বিদেশ থেকে ৪৭ বার আইডি পাসওয়ার্ড দিয়ে লগইন হয়েছিল কিনা। মহুয়া লগইন আইডি দেওয়ার কথা স্বীকার করলেও,ঘুষ নিয়ে প্রশ্ন করার কথা স্বীকার করেননি।
প্রথম এক দফায় বৈঠক হয় আড়াই ঘন্টা ধরে।। তারপর একটি বিরতি হয়। তারপরে জিজ্ঞাসাবাদ শুরু হয় বলে জানা যায়। তখনই বৈঠক থেকে বেরিয়ে আসে মহুয়া সহ বিরোধী সাংসদেরা। নিশিকান্ত দুবে ব্যাবসায়ী হীরানন্দানির থেকে টাকা নিয়ে প্রশ্ন করেছিলেন মহুয়াকে।সেই প্রশ্নের নিশানায় ছিলেন শিল্পপতি গৌতম আদানিও। অনেক সময় নিশানা করা হচ্ছে প্রধানমন্ত্রীকেও। অন্যদিকে মহুয়া চিঠি দিয়ে জানিয়েছেন এথিক্স কমিটিকে। কমিটি গত দু'বছর ধরে কোন বৈঠক ডাকেননি। পাশাপাশি তিনি কমিটিকে তার লক্ষণ রেখো মনে করিয়ে দেন। এদিকে নিশিকান্ত দুবে কমিটিকে লেখা চিঠির বানানে ভুল নিয়ে খোঁচা দিয়েছিলেন মহুয়াকে।
Comments