top of page

ছাত্রজোটের দাবি মেনে অন্তর্বর্তী সরকারের প্রধান হচ্ছেন ‘সিটিজেন পাওয়ার’ পার্টির স্বপ্ন দেখা মহম্মদ ইউনুস

নোবেলজয়ী মহম্মদ ইউনুসের বিরুদ্ধে আর্থিক তছরুপ ও কর ফাঁকির মামলায় দোষী সাব্যস্ত করেছিল হাসিনা সরকার
নোবেলজয়ী জমহম্মদ ইউনুসের বিরুদ্ধে আর্থিক তছরুপ ও কর ফাঁকির মামলায় দোষী সাব্যস্ত করেছিল হাসিনা সরকার

নোবেলজয়ী অর্থনীতিবিদ মুহাম্মদ ইউনূসকে বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের প্রধান করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশের রাষ্ট্রপতির প্রেসসচিব জয়নাল আবেদিন সংবাদমাধ্যম ‘প্রথম আলো’কে মঙ্গলবার রাতে এ কথা জানিয়েছেন। ঢাকার বঙ্গভবনে রাষ্ট্রপতি মহম্মদ শাহবুদ্দিনের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। সরকারের বাকি সদস্যদের নামও চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন আবেদিন।


সোমবার প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে বাংলাদেশ ছেড়েছেন শেখ হাসিনা। হাসিনার দেশত্যাগের পর সোমবারই বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকার উজ জামান সাংবাদিক সম্মেলনে দেশে অন্তর্বর্তী সরকার গড়ার কথা ঘোষণা করেন। তার পরেই এই সরকারের প্রধান কে হবেন, তা নিয়ে জল্পনা শুরু হয়। এই পরিস্থিতিতে কোটা সংস্কার আন্দোলনে অগ্রণী ভূমিকা নেওয়া ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’-এর শীর্ষ সারিতে থাকা ছাত্রনেতারা জানিয়ে দেন, অন্তর্বর্তী সরকারের প্রধান হিসাবে তাঁরা ইউনূসকে চান।


অন্তর্বর্তী সরকারের প্রধান কে হবেন এবং সরকারের রূপরেখা তৈরি করতে মঙ্গলবার সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি শাহবুদ্দিনের সঙ্গে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’-এর ১৩ জন সদস্যের একটি দল বৈঠকে বসে। বৈঠকে ছিলেন তিন সেনাবাহিনীর প্রধান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন এবং আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপকেরা। সেই বৈঠকেই সর্বসম্মতিতে ইউনূসকে বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের প্রধান করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। রাষ্ট্রপতির প্রেসসচিব জানিয়েছেন, অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে সরকারে বাকি সদস্যদের নাম চূড়ান্ত করা হবে।


সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ইউনূস এই মুহূর্তে প্যারিসে রয়েছেন। তিনি এই প্রস্তাব মেনে নিয়েছেন।



Comments


bottom of page