সমগ্র বিশ্বের তাবড় রাষ্ট্র নেতারা যখন জি-২০ সম্মেলনে যোগ দেওয়ার জন্য নিউ দিল্লীমুখী, তখন শুধু মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন কিংবা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা নন, জি-২০ সম্মেলনের মাঝেই মোট ১৫ জন রাষ্ট্রনেতার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক সারবেন নরেন্দ্র মোদী।
প্রধানমন্ত্রী সচিবালয় সূত্রের খবর সম্ভাব্য শুক্রবারই মার্কিন প্রেসিডেন্ট বাইডেন এবং হাসিনার সঙ্গে বৈঠক সারবেন মোদী।
৭ লোককল্যাণ মার্গে প্রধানমন্ত্রী নিজের সরকারি বাসভবনে দ্বিপাক্ষিক বৈঠক সারবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী হাসিনার সঙ্গে।
দুই পড়শি রাষ্ট্র প্রধানের বৈঠকে একাধিক বিষয় নিয়ে আলোচনা হতে পারে বলে সূত্রের খবর ,সেই তালিকায় থাকতে পারে বিদ্যুৎ ও রেল ।
সূত্রের খবর, শনিবার সকালে ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনক, জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা, জার্মানির চ্যান্সেলর ওলাফ স্কোলজ এবং ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গেও বৈঠক করতে পারেন মোদী।
এছাড়াও জি-২০ সম্মেলনের মাঝেই কানাডা ও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীরা, তুরস্কের প্রেসিডেন্ট, ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট, সংযুক্ত আরব আমিরশাহি, দক্ষিণ কোরিয়া, নাইজিরিয়া সহ ব্রাজিলের মতো রাষ্ট্রের রাষ্ট্রনেতাদের সঙ্গেও বৈঠক সারতে পারেন মোদী।
দেবমাল্য ভট্টাচার্য
Comments