top of page

মোদী-হাসিনা দ্বিপাক্ষিক বৈঠকে বিশেষ নজর দুই দেশের বানিজ্য, যোগাযোগ স্থাপনে

জি-২০ সম্মেলনের আগে মোদি-বাইডেন বৈঠকের দিকে যেরকম চোখ ছিল সকলেরই, ঠিক তেমনই চোখ ছিল ওপার বাংলার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে মোদির দ্বিপাক্ষিক বৈঠকের দিকে।


নতুন দিল্লিতে শুক্রবার বিকালেই হয়েছে মোদি ও শেখ হাসিনার মধ্য দ্বিপাক্ষিক বৈঠক।বৈঠকের ছবি প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী নিজের X (টুইটার) অ্য়াকাউন্টে শেয়ার করেছেন।


সেই পোস্টে মোদী জানিয়েছেন তাদের এই বৈঠক ফলপ্রসূ হয়েছে, তাদের আলোচনা স্থান পেয়েছে কানেক্টিভিটি, বাণিজ্যিক সংযুক্তির


মত বিষয়গুলি। বৈঠকের বিষয়ে নিজের সামাজিক মাধ্যম এক্স-এ, বাংলা ভাষায় মোদি লিখেছেনঃ

“প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। গত ৯ বছরে ভারত-বাংলাদেশ সম্পর্কের অগ্রগতি খুবই সন্তোষজনক। আমাদের আলোচনায় কানেক্টিভিটি, বাণিজ্যিক সংযুক্তি এবং আরও অনেক বিষয় অন্তর্ভুক্ত ছিল।”


দেবমাল্য ভট্টাচার্য


Comments


bottom of page