top of page
Wrishita Mukherjee, WTN

মোদির ইঙ্গিত, প্রচারের হাতিয়ার চন্দ্রযান ও জি-২০ শীর্ষ সম্মেলন


নরেন্দ্র মোদী রবিবার সকালে তার রেডিও অনুষ্ঠান ' মন কি বাত '- এ জানালেন, জি ২০-র পরে ভারতমান্ডুপম সেলিব্রিটি হয়ে গিয়েছে। লোকজন তার সঙ্গে ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন।


জি-২০ এবং চন্দ্রযান ৩-এর অভিযানের সাফল্যকে বিজেপি শীর্ষ নেতৃত্ব আসন্ন রাজ্য নির্বাচনগুলিতে হাতিয়ার করতে চলেছেন। তার তারকা প্রচারক হচ্ছেন মোদী নিজেই। সেই ইঙ্গিত আজ তিনি দিলেন দেশবাসীকে।


মোদির বক্তব্য, চন্দ্রাযান অভিযানের সাক্ষী থেকেছেন কোটি কোটি মানুষ। ইসরোর ইউটিউব লাইভে চন্দ্রপৃষ্ঠে নামার সময় ছিলেন ৮০ লক্ষ মানুষ। এটি একটি রেকর্ড।


অন্যদিকে জি ২০-তে গৃহীত ভারত মধ্য এশিয়া - ইউরোপ করিডরের প্রস্তাব প্রসঙ্গে ভারতের পুরোনো ঐতিহ্যকে মনে করে মোদী বলেছেন, ভারত যখন বিপুল ভাবে সমৃদ্ধ ছিল, আজ তাকে আধুনিক করিডর গড়ার কথা হয়েছে।



জি ২০ উপলক্ষে মোদী তার রেডিও অনুষ্ঠানে বিশ্ব বিদ্যালয় সংযোগ মহা সম্মেলনের আয়োজনের কথা ঘোষণা করেছেন। তিনি জানিয়েছেন, দেশের সমস্ত বড় শিক্ষা প্রতিষ্ঠান এতে যোগ দেবে।২৬ সেপ্টেম্বর অনুষ্ঠানটিতে প্রধানমন্ত্রী নিজেও যোগ দেবেন বলে জানিয়েছেন।

댓글


bottom of page