আমেদাবাদে নিজের নামের স্টেডিয়ামের পর এবার বানারসীর গঙ্গার ঘাটের আদলে আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম তৈরি করার জন্য আজ, শনিবার ভিত্তি প্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
বারাণসীর রাজাতালাব অঞ্চলের রিং রোডে তৈরী হচ্ছে এই স্টেডিয়াম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, এছাড়াও উপস্থিত ছিলেন সচিন তেন্ডুলকর, সুনীল গাভাসকর, দিলীপ বেঙ্গসরকার, রবি শাস্ত্রী, বিসিসিআই সভাপতি রজার বিনি, সহ-সভাপতি রাজীব শুক্লা, সচিব জয় শাহ এবং অন্যান্য কর্তারা। অনুষ্ঠানে সচীন তেন্ডুলকারের হাতে ইন্ডিয়ার জার্সি তুলে দেন নরেন্দ্র মোদি।
এই ক্রিকেট স্টেডিয়ামে জমির অধিগ্রহণের জন্য ১২১ কোটি টাকা বরাদ্দ করেছে উত্তর প্রদেশ সরকার এবং স্টেডিয়াম তৈরি করার জন্য ৩৩০ কোটি টাকা ধার্য করেছে বিসিসিআই।
প্রধানমন্ত্রী জানান, "ক্রিকেটের মাধ্যমে সারা বিশ্বের সঙ্গে ভারতের সংযোগ স্থাপন হচ্ছে। অনেক দেশ নতুন করে ক্রিকেট খেলা শুরু করছে। এই স্টেডিয়াম হচ্ছে মহাদেবের শহরে। মহাদেবকেই এই স্টেডিয়াম উৎসর্গ করা হচ্ছে। কাশীতে আন্তর্জাতিক স্টেডিয়াম হলে এখানকার ক্রীড়াবিদদের উপকার হবে। এই স্টেডিয়াম পূর্বাঞ্চল ক্ষেত্রের তারকা হয়ে উঠবে। আজ আমি আরও একবার বারাণসীতে আসার সুযোগ পেলাম। কাশী ভ্রমণের আনন্দের সঙ্গে কোনও কিছুর তুলনা হয় না।’
২০২৫ সালের ডিসেম্বর মাসে এই স্টেডিয়ামের কাজ সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে।
Comments