top of page

অন্য মন্ত্রীদের বেতন বাড়ল, মুখ্যমন্ত্রীর নয়; নিজের বেতনের কথা না ভেবে অন্যদের কথা ভাবলেন মমতা



আজ বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, রাজ্য সরকার পূর্ণমন্ত্রী, প্রতিমন্ত্রী, এবং বিধায়কদের ৪০ হাজার টাকা করে বেতন বৃদ্ধি করা হল। সঙ্গে তিনি নিজের বেতন বৃদ্ধি করবেন না, সেটাও জানালেন।


মুখ্যমন্ত্রী নিজের কথা না ভেবে বাকি সদস্যদের কথা ভাবলেন।মুখ্যমন্ত্রী নিজের বেতন বাড়াবেন না বলে দিলেন। উনার প্রাক্তন সংসদের পেনশন এবং বইয়ের রয়্যালটি টাকা দিয়ে চলে যায়।


বিধায়কদের বেতন আগে ছিল ১০০০০ টাকা তা বেড়ে হল ৫০০০০ টাকা। প্রতিমন্ত্রীরা আগে পেত ১০৯০০ টাকা, এখন সেইটা বেড়ে হল ৫০৯০০ টাকা। আর পূর্ণমন্ত্রীরা এখন পাবে ৫১০০০ টাকা, আগে তারা পেত ১১০০০ টাকা। রাজ্য সরকারের বেতন স্কিম অনুযায়ী, বিধায়করা ভাতা এবং কমিটির বৈঠক সব মিলিয়ে এখন পাবে ১,২১,০০০। আর বিরুধী দলের নেতা, মন্ত্রীরা পাবে ১,৫০,০০০টাকা।


মুখ্যমন্ত্রী যে সব সময় বলে তিনি নিজের থেকে বাকিদের কথা চিন্তা করে, ভালো চায়, সেই কথারই কি প্রমান দিলেন আজ বিধানসভায়?


নিজের বেতন না বাড়িয়ে কি জনগণের মন কাড়লেন? নাকি সত্যি ওনার এত টাকা লাগবে না?


বিধায়কদের থেকে বিরোধী দলের নেতা, মন্ত্রীদের বেতন বেশি করলেন কেন? ২০২৪ এর ভোটের আগে সবার এই বেতন বাড়ার পেছনে কোনো অ্যাজেন্ডা কি আছে?





Comments


bottom of page