top of page
Writer's pictureJaita Chowdhury, WTN

প্রসাদ খেয়ে হাত ধুতে গিয়ে জলে ডুবে মৃত্যু দুই ভাইয়ের



পুজোর অনুষ্ঠান থেকে ফিরতে ফিরতেই চলে গেল তরতাজা দুটি প্রাণ। ঘটনাটি ঘটেছে, ক্যানিং থানার অন্তর্গত গোপালপুর পঞ্চায়েতের ভদ্রী গ্রামে।


দুই ভাইয়ের একজনের বয়স চার, অন্যজনের সাত। পুজোর প্রসাদ খেয়ে পার্শ্ববর্তী একটি পুকুরে হাত ধুতে নেমেছিল দুই ভাই। পরিবার সূত্রে খবর, তখনই পা পিছলে পড়ে যায় একজন। তাকে ডুবে যেতে দেখে উদ্ধার করবার জন্যে অন্য ভাই ঝাঁপিয়ে পড়ে জলে। আর তারপরই ঘটে এই মর্মান্তিক ঘটনা।


মৃতদের মধ্যে একজনের নাম সায়ন মণ্ডল (৭) অপরজন তন্ময় মণ্ডল (৪)। ক্যানিং-এর ভদ্রী গ্রামের দুই বাসিন্দা রাজকুমার মণ্ডল ও গোষ্ঠ মণ্ডল। তাঁরাও সম্পর্কে দুই ভাই। মৃত নাবালকরা এই দুই ভাইয়ের দুই ছেলে।

স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস ফোরের ছাত্র সায়ন মণ্ডল। ভাই এখনও স্কুলে ভর্তি হয়নি। শনিবার বাড়ির কাছে একটি পুকুরে হাত ধুতে গিয়েছিল বছর চারের শিশুটি। তবে আচমকাই পা হড়কে যায় তাঁর। তাঁকে পড়ে যেতে দেখে ভাইকে বাঁচাতে আসে সায়ন। তখন দু’জনই ডুবে যায়।


ঘটনার পরই বাড়ির লোকজন খুঁজতে শুরু করে দুজনকে। পুকুরঘাটে সায়নের জামা দেখতে পেয়ে সন্দেহ হয় তাদের। এলাকাবাসীদের তৎপরতায় জাল ফেলে উদ্ধার করা হয় দুই শিশুকে।


ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন ক্যানিং থানার পুলিশ। শিশু দুটিকে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।


পুলিশ সূত্রে খবর, দেহ দুটিকে ময়নাতদন্তে পাঠিয়েছে তাঁরা। ইতিমধ্যেই শুরু হয়েছে ঘটনার তদন্ত।



Comments


bottom of page